Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন এয়ারফোর্স সেক্রেটারি হলেন হিদার উইলসন

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী বিভাগের প্রধান কর্মকর্তা (এয়ারফোর্স সেক্রেটারি) হিসেবে ট্রাম্প মনোনীত হিদার উইলসনকে অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। গত সোমবার সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে তার নিয়োগ চূড়ান্ত হয়। এয়ারফোর্স সেক্রেটারি হলো মার্কিন বিমান বাহিনীর তত্ত¡াবধানের দায়িত্বে থাকা সর্বোচ্চ বেসামরিক পদ। প্রতিরক্ষা মন্ত্রী ও উপ-প্রতিরক্ষা মন্ত্রীর কাছে রিপোর্ট করার দায়িত্ব পালন করেন এয়ারফোর্স সেক্রেটারি। তাদের নির্দেশনা অনুযায়ী কাজও করেন। আর সিনেটের অনুমোদন নিয়ে এয়ারফোর্স সেক্রেটারির নিয়োগ দেন প্রেসিডেন্ট নিজে। ব্রিটিশ বার্তা সংস্থা জানায়, গত সোমবারের ভোটাভুটিতে প্রতিনিধি পরিষদের সাবেক রিপাবলিকান সদস্য হিদার উইলসনের পক্ষে ৭৬টি ভোট পড়ে। আর তার বিপক্ষে পড়ে ২২টি ভোট। বিপক্ষের ভোটাররা সবাই ডেমোক্র্যাট। মার্চে নিজের মনোনয়ন নিশ্চিত হওয়া সংক্রান্ত শুনানিতে ৫৬ বছর বয়সী হিদার উলসন লকহিড মার্টিনের এফ-৩৫ যুদ্ধবিমানের সক্ষমতার প্রশংসা করেছিলেন। এ যুদ্ধবিমানকে মার্কিন প্রতিরক্ষা দফতর-পেন্টাগনের সবচেয়ে ব্যয়বহুল অস্ত্র বলে বিবেচনা করা হয়। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ