Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্লাসফেমি আইনে জাকার্তার সেই গভর্নরের কারাদন্ড

রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য এ অভিযোগ : পুরনামা

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মুসলিম অধ্যুষিত দেশ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার গভর্নর বাসুকি জাহাজা পুরনামার বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী বক্তব্য দেয়া ও কোরআন অবমাননার দায় ছিল। এবার এ দায়ে ব্লাসসফেমি আইনের আওতায় ২ বছরের কারাদন্ড দেয়া হয়েছে চীনা বংশোদ্ভূত খ্রিস্টান ধর্মাবলম্বী এ রাজনীতিককে। পুরনামার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিভিন্ন সমাবেশে ইসলাম ও কোরআন বিরোধী বক্তব্য দিয়েছেন। তার বিরুদ্ধে আন্দোলনে নামেন দেশটির মুসলিম নেতারা। পরে সেই আন্দোলন গণআন্দোলনে রূপ নেয়। ছড়িয়ে পড়ে সহিংসতা। পাশাপাশি ধর্মীয় অবমাননার দায়ে ব্লাসফেমি আইনে মামলা করা হয়। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এ মামলা এগিয়ে নেয়ার আদেশ দেন। গতকাল মঙ্গলবার শুনানি শেষে দোষী সাব্যস্ত হওয়ায় জার্কাতার প্রথম খ্রিস্টান গভর্নর পুরনামার বিরুদ্ধে ২ বছরের কারাদন্ড ঘোষণা করেন আদালত। তার বিরুদ্ধে সহিংসতা উস্কে দেয়ার অভিযোগও প্রমাণিত হয়েছে। রায়কে কেন্দ্র করে নতুন করে সহিংসতার আশঙ্কা করছে দেশটির সরকার। জোরদার করা হয়েছে সুপ্রিম কোর্ট এলাকাসহ পুরো রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে প্রায় ১৫ হাজার অতিরিক্ত পুলিশ। তবে আদালতে তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পুরনামা। তার দাবি, রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য তার বিরুদ্ধে এ অভিযোগ তোলা হয়েছে। রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে ধর্মীয় নেতারা তার মৃত্যুদন্ড দাবি করেছেন। প্রসঙ্গত, ২০১৪ সালের ১৮ নভেম্বর জাকার্তার ১৭তম গভর্নর হিসেবে দায়িত্ব নেন পুরনামা। চীনা বংশোদ্ভূত এ খ্রিস্টান রাজনীতিক শুরুতে তুমুল জনপ্রিয় ছিলেন। কিন্তু ধর্ম অবমাননার অভিযোগের জেরে তার জনপ্রিয়তা তলানিতে ঠেকে। এ কারণে সা¤প্রতিক গভর্নর নির্বাচনে বিশাল ব্যবধানে মুসলিম প্রার্থী আনিস বাস্বেদানের কাছে হেরে যান তিনি। আনিস এখনো দায়িত্ব নেননি। বিবিসি, আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ