Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

থাইল্যান্ডে গাড়িবোমা হামলায় আহত ৪২

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে একটি সুপার মার্কেটের কাছে গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪২ জন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দেশটির পাততানি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। দেশটির পুলিশ জানিয়েছে, এ হামলার ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি কোনো সংগঠন। রেওয়াত শ্রিচানতুব নামে পাততানির এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ হামলার পেছনে মুসলিম বিদ্রোহীরা জড়িত রয়েছে বলে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন। তিনি বলেন, হামলাকারী বিস্ফোরণের আগেই ঘটনাস্থল ত্যাগ করেছে। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ