Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রিটেনে ধনীদের সম্পদ বেড়েছে

| প্রকাশের সময় : ১০ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রেক্সিটের ফলে সৃষ্ট অনিশ্চয়তা সত্তে¡ও গত বছর ব্রিটিশ ধনীদের সম্পদের পরিমাণ বেড়েছে। সানডে টাইমসের ২০১৭ সালের শীর্ষ ধনীর তালিকা অনুযায়ী, বর্তমানে ব্রিটেনে বসবাসকারী বিলিয়নেয়ারের সংখ্যা অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি। সানডে টাইমস জানায়, বিগত এক বছরে ব্রিটেনের শীর্ষ এক হাজার ধনী ব্যক্তি ও পরিবারের সম্পদের পরিমাণ ১৪ শতাংশ বেড়ে ৬৫ হাজার ৮০০ কোটি পাউন্ডে দাঁড়িয়েছে। পত্রিকাটির তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাজ্যভিত্তিক বিলিয়নেয়ারের সংখ্যা ১৩৪, যা ব্রিটেনের ইতিহাসে সর্বোচ্চ। এদিকে অন্যবারের মতো এবারো লন্ডনে বিলিয়নেয়ারের সংখ্যা সবচেয়ে বেশি। গতবারের তুলনায় নয়জন বৃদ্ধি পাওয়ায় বর্তমানে লন্ডনে বসবাসরত বিলিয়নেয়ারের সংখ্যা ৮৬। পত্রিকার তালিকায় শীর্ষস্থানে আছেন হিন্দুজা পরিবারের দুই ভাই শ্রীচাঁদ ও গোপীচাঁদ। এ দুই ভাইয়ের সম্মিলিত সম্পদের পরিমাণ ১ হাজার ৬২০ কোটি পাউন্ড, যা তাদের গত বছরের সম্পদের তুলনায় ৩২০ কোটি বেশি। তবে গতবার শীর্ষস্থানে থাকা ডেভিড ও সিমন রুবেন এবারের তালিকায় তৃতীয় স্থানে নেমে এসেছেন। এদিকে সামগ্রিকভাবে গত এক বছরে ১৯ জন ১০০ কোটি পাউন্ডের বেশি সম্পদ অর্জন করেছেন। গত এক বছরে বিলিয়নেয়ারের তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৫৮ জন, যাদের মধ্যে বিখ্যাত গায়িকা অ্যাডেলেও রয়েছেন। ১২ কোটি ৫০ লাখ পাউন্ডের মালিক অ্যাডেলে ৩০ বছরের কম বয়সী ধনীদের তালিকায় ষষ্ঠ স্থানে আছেন। অ্যাডেলে ছাড়াও তালিকায় রয়েছেন পল ম্যাককার্টনি (৭৮ কোটি পাউন্ড), এলটন জন (২৯ কোটি পাউন্ড), লেইস হ্যামিলটন (১৩ কোটি ১০ লাখ পাউন্ড), ডেভিড ও ভিক্টোরিয়া বেকহামের (৩০ কোটি পাউন্ড) মতো তারকারা। এছাড়া বরাবরের মতো এবারো নিজের প্রবৃদ্ধি অব্যাহত রেখেছেন হ্যারি পটারের লেখিকা জে কে রাওলিং। গত বছর এ লেখিকা নিজের ৬৫ কোটি সম্পদে নতুন করে ৫ কোটি পাউন্ড যুক্ত করেছেন। অন্যদিকে এবারই প্রথম শীর্ষ ধনীর তালিকায় নাম লেখালেন ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ ও ফিফটি শেডস অব গ্রে’র লেখক ইএল জেমস। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ