Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মন্ত্রিসভায় ব্যাংক কোম্পানি আইনের খসড়া অনুমোদন

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৭, ১২:০০ এএম


একই পরিবারের চার জন পরিচালক
স্টাফ রিপোর্টার : বাণিজ্যিক ব্যাংকের পরিচালকদের টানা তিন মেয়াদে দায়িত্ব পালন এবং একই পরিবারের দুই জনের পরিবর্তে চারজন সদস্যকে পরিচালক করার বিধান রেখে ব্যাংক কোম্পানি (সংশোধন) আইন ২০১৭ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। একই সঙ্গে খসড়া আইন অনুযায়ী পরিচালকদের মেয়াদ টানা ৬ বছরে থেকে বেড়ে ৯ বছর হচ্ছে। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে খসড়াটি অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ সম্মেণলনে এ অনুমোদনের কথা জানান।
মালিকদের স্বার্থকে প্রাধান্য দিয়ে ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনে সংশোধন আনা হচ্ছে কি না এমন প্রশ্নে জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ব্যাংকারদের দীর্ঘ দিনের একটি দাবি (আইন সংশোধনের) ছিল, বিশেষ করে  বেসরকারি ব্যাংকগুলোর। আইনে গুরুত্বপূর্ণ দুটি সংশোধন আনা হয়েছে। তিনি বলেন, কোন ব্যাংক কোম্পানিতে একই পরিবারের দুইজন সদস্যের বেশি একই সময়ে পরিচালক পদে অধিষ্ঠিত থাকতে পরেবেন না- এ বিধানটা ছিল। এখন পরিবর্তন আনা হল, একই পরিবারের দুইজনের জায়গায় চারজন পরিচালক থাকতে পারবেন। এতে বেসরকারি ব্যাংকে অনিময় বাড়বে কিনা- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অনেকেই তো পারিবারিকভাবে ইনভেস্ট (বিনিয়োগ) করে। এটার প্রতি তাদের মায়া থাকে। ভালমন্দ দুটোই হতে পারে। ভাল মানুষ হ্যান্ডেল করলে তো ভালই হবে। আগে পরিচালক পদের মেয়াদ ছিল ৩ বছর করে টানা দুই দফায় ৬ বছর জানিয়ে শফিউল আলম বলেন, এটাতে এখন পরিবর্তন করে ৩ বছর করে ৩ দফায় টানা ৯ বছর করা হয়েছে। আগে টানা ৬ বছর থাকার পর ৩ বছর বাদ দিয়ে আবার পরিচালক হতে পারতেন। প্রস্তাবিত আইন অনুযায়ী টানা ৯ বছর থাকার পর ৩ বছর বাদ দিয়ে আবার পরিচালক পদে ফেরা যাবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আগে ছিল বিশেষায়িত ব্যাংক ছাড়া অন্য যে কোন ব্যাংক কোম্পানিকে এর পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা এর প্রধান নির্বাহী কর্মকর্তা নিযুক্তি বা পদায়নের আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণ করতে হবে। এখন হয়েছে (খসড়া আইনে) পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা এর প্রধান নির্বাহী কর্মকর্তা নির্বাচন ও মনোনয়নের পর ক্ষেত্রমতে নিযুক্তি বা পদায়নের পর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন গ্রহণ করতে হবে। নিয়োগ বা পদায়নের পর অনুমোদন নিয়ে লাভ কি? নিয়োগ তো হয়েই গেল- এমন প্রশ্নে জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, না নিয়োগ হবে না। বাংলাদেশে ব্যাংকের অনুমোদন নিতে হবে। অনুমোদন ছাড়া নিয়োগ হবে না। কি কারণে সরকার এ আইনে সংশোধন আনছে-প্রশ্ন করা হলে শফিউল আলম বলেন, ব্যাংক মালিকদের দাবি ছিল যারা মূলত প্রতিষ্ঠাকালে পরিচালক হিসেবে বিনিয়োগ করে পরে তাদের বলার কিছু থাকে না। অন্য লোকজন এখানে মাঝখানে এসে কিছু নিয়ে যায়। এটা প্রতিরোধ করার জন্য যারা প্রতিষ্ঠাকালীন পরিচালকদের যাতে ভূমিকা থাকে (এজন্য আইনে সংশোধন আনা হচ্ছে)।এ আইন সংশোধনে বাংলাদেশ ব্যাংকের মতামত কী ছিল জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক এতে সম্মতি দিয়েছে। সবাই এতে সম্মতি দিয়েছে। ভাল হবে ভাবছে সবাই সেই অর্থেই সম্মতি দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মন্ত্রিসভায়

১২ সেপ্টেম্বর, ২০২২
২ জানুয়ারি, ২০১৮

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ