Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে ভারতের দল ঘোষণা

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : অনেক টালবাহানার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ইংল্যান্ডে অনুষ্ঠেও এবারের আসরের জন্য ২৫ এপ্রিলের ম্যধ্যে দল ঘোষণার নির্দেশ ছিল আইসিসির পক্ষ থেকে। নির্ধারীত সময়ে বাকি সাত দেশ দল ঘোষণা করলেও আইসিসির সঙ্গে অর্থ লেন-দেনের টানপোড়েনে দল দিতে দেরি করে বিসিসিআই।
বিরাট কোহলির নেতৃত্বাধীন ১৫ সদস্যের দলে যোগ হয়েছেন চোট নিয়ে দীর্ঘদিন বাইরে থাকা মোহাম্মদ শামি। পুরোপুরি ফিট হয়েই দুই বছর পর দলে সুযোগ পেয়েছেন এই ডানহাতি পেসার।  ২০১৫ সালের বিশ্বকাপের সেমিফাইনালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই ম্যাচের পর ভারতের হয়ে আর খেলেননি শামি।
এছাড়া চমকে দেওয়ার মত তেমন কোন নাম নেই। ৫ মাস পর ফিরেছেন রহিত শর্মাও। দীর্ঘদিন ঊরুর চোটে ভোগার পর আইপিএলের মাধ্যমে ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংসের মালিক ফেরেন প্রতিযোগীতামূলক ক্রিকেটে। চলমান আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছন ১১ ম্যাচই। দলে ওপেনার হিসেবেই রয়েছেন তিনি। বর্তমান চ্যাম্পিয়ন ভারতের এই স্কোয়াডে বিশেষজ্ঞ স্পিনার রয়েছেন দুজন, অশ্বিন ও জাদেজা। তাদের সঙ্গে খন্ডকালীন হিসেবে কাজে আসবেন যুবরাজ সিং। গত জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে দলে ফেরেন বাঁহাতি এই অলরাউন্ডার।
এছাড়া অনিল কুম্বলের এই দলে আছেন চোটের সাথে যুদ্ধ করতে থাকা অনেকেই। চোট কাটিয়ে চলমান আইপিএললে কেমন পারফরম করেন তার দিকেও নজর ছিল নির্বাচকদের। তবে ব্যতিক্রম ছিলেন অশ্বিন। পুরোপুরি বিশ্রামেই ছিলেন এই স্পিন অলরাউন্ডার। এমনকি আইপিএলে রাইজিং পুনের হয়েও খেলেননি একটি ম্যাচও। স্কোয়াডে একমাত্র উইকেটকিপার হিসেবে রয়েছেন সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। আগামী ৪ জুন এজবাস্টনে চিরপ্রতিদ্ব›দ্বী পাকিস্তানের বিপক্ষে আসরে নিজেদের প্রথম মাচ খেলবে ভারত। ভারতীয় দল
রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), কেদার যাদব, মনিশ পান্ডে, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, রবিন্দ্র জাদেজা, হৃদ্বিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, জাসপ্রিত বুমরাহ, আজিঙ্কা রাহানে, রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ শামি।
স্ট্যান্ডবাই : রিশাব পান্ত, কুলদিপ যাদব, শারদুল ঠাকুর, সুরেশ রায়না ও দিনেশ কার্তিক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ