মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যপন্থী ইমানুয়েল ম্যাকরোন নিরঙ্কুশ ব্যবধানে জয়ের পর জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে, ইউরোপীয় কমিশনের প্রধান জ্যঁ ক্লদ ইয়োঙ্কার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের নেতারা অভিনন্দন জানিয়েছেন। নির্বাচনে ম্যাকরোন পেয়েছেন ৬৬.৬ শতাংশ ভোট। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী মেরিন লে পেন পেয়েছেন ৩৩.৯৪ শতাংশ ভোট। জ্যঁ ক্লদ ইয়োঙ্কার এক টুইটবার্তায় বলেন, ফরাসিরা ইউরোপীয় ভবিষ্যতের দিকে সমর্থন দেওয়ায় আমরা খুবই খুশি। এক সঙ্গে আমরা এক শক্তিশালী ও ন্যায়ভিত্তিক ইউরোপ গড়তে চাই। নির্বাচনের ফলাফল ঘোষণার পর ম্যকরোনের সঙ্গে ফোনে কথা বলেছেন অ্যাঙ্গেল মার্কেল। জার্মান চ্যান্সেলরের মুখপাত্র স্তেফান সেইবার্ট এক টুইট বার্তায় বলেন, অভিনন্দন ইমানুয়েল ম্যাকরোন। আপনার এ জয় শক্তিশালী ও ঐক্যবদ্ধ ইউরোপ গড়া এবং ফরাসি-জার্মান বন্ধুত্বের জয়। টুইটারে ম্যাকরোনকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, বড় ব্যবধানে বিজয়ের মধ্য দিয়ে ফ্রান্সের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ম্যাকরোনকে অভিনন্দন। আমি তার সঙ্গে কাজ করতে আগ্রহী। এএফপি, বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।