Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাশ্মীরে নিহত স্বাধীনতা যোদ্ধাকে গান স্যালুট

| প্রকাশের সময় : ৯ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের কুলগামে নিহত স্বাধীনতা যোদ্ধার দাফন অনুষ্ঠানে প্রকাশ্যেই গান স্যালুট প্রদান করেছে সঙ্গীরা। গত রোববার কুলগামের মিরবাজার এলাকায় পুলিশের একটি দলের উপরে হামলা চালায় অস্ত্রধারীরা। সংঘর্ষে নিহতদের মধ্যে ছিল এক স্বাধীনতা যোদ্ধাও। আহত আরো এক ব্যক্তির মৃত্যু হওয়ায় গতকাল সোমবার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। পুলিশ জানিয়েছে, নিহত ফয়াজ আহমেদ ওরফে শেঠা লস্কর-ই তৈয়েবার সদস্য। সে ২০১৫ সালে জম্মুর উধমপুরে বিএসএফের গাড়ি বহরে হামলায় অভিযুক্ত ছিল। কুলগামের কাইমোহ এলাকায় ফয়াজের শেষকৃত্যের সময়ে জনতার মধ্যে হাজির ছিল তার চার সঙ্গী। শূন্যে গুলি ছুড়ে ফয়াজকে সম্মান দেখায় তারা। গোয়েন্দারা জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই নিহত যোদ্ধাদের দাফনের সময়ে তাদের সহযোগীরা হাজির থাকছে। তবে এমন গান স্যালুট দেয়ার ঘটনা মনে করতে পারছেন না তারাও। নরেন্দ্র মোদী সরকারের শীর্ষ সূত্রের মতে, এই ঘটনা থেকেই বোঝা যাচ্ছে স্বাধীনতা যোদ্ধাদের মনোবল তুঙ্গে রয়েছে। তাদের মনোবল ভাঙা না পর্যন্ত স্বাধীনতাকামীদের সঙ্গে আলোচনায় বসে লাভ নেই। এপিবি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ