মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : একের পর এক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক বোমা পরীক্ষা চালানোয় উত্তর কোরিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা জোটের নিষেধাজ্ঞার মাত্রা কঠিন থেকে কঠিনতর হচ্ছে। তবে এই নিষেধাজ্ঞায় কাবু না হয়ে পাল্লা দিয়ে দেশীয় পণ্য উৎপাদনের মাত্রা বৃদ্ধি করেছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্স গতকাল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স¤প্রতি উত্তর কোরিয়ার ওপর কঠিন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র চীনকেও দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আহŸান জানিয়েছেন তিনি। চীন ট্রাম্পের আহŸানে সাড়া দিয়ে ইতিমধ্যে উত্তর কোরিয়াকে তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা থেকে সরে আসতে বলেছে। তবে উত্তর কোরিয়া তাদের মিত্রকে পাল্টা হুমকি দিয়ে এ ব্যাপারে নাক না গলানোর পরামর্শ দিয়েছে। উত্তর কোরিয়ার বাজারের অধিকাংশ পণ্যই চীনের তৈরি। স¤প্রতি দেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যবসায়ী ও সাংবাদিকদের একটি ছোট দলকে পিয়ংইয়ং সফরের সুযোগ দিয়েছিল দেশটির সরকার। ব্যবসায়ীদের বরাত দিয়ে বার্তা সংস্থা জানিয়েছে, গাজর ফ্লেভারের টুথপেস্ট থেকে শুরু করে চারকলের ফেসমাস্ক ও মোটরসাইকেল সবই নিজেরা উৎপাদন করছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ২০১১ সালে ক্ষমতা গ্রহণের পর দেশীয় পণ্যের উৎপাদনের ওপর জোর দেওয়া হয়। এর আগে দেশটি চীনের পণ্যের ওপর বহুলাংশে নির্ভরশীল। ভবিষ্যতের নিষেধাজ্ঞার বিষয়টি মাথায় রেখে মুদ্রার অবমূল্যায়ন ও আত্মনির্ভরশীল আদর্শকে সামনে রেখে দেশীয় পণ্যের উৎপাদনের ওপর জোর দেন কিম জং উন। তবে ঠিক কী পরিমাণ পণ্য উত্তর কোরিয়া উৎপাদন করছে তার সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। এছাড়া চীন ও মালয়েশিয়া দেশটিতে কী পরিমাণ পণ্য রপ্তানি করে তাও জানা যায়নি। চীনের বাণিজ্য মন্ত্রণালয় উত্তর কোরিয়ায় তাদের রপ্তানি পণ্যের বিষয়ে কোনো ধরণের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। গত মাসে রয়টার্সের একটি টিম উত্তর কোরিয়া সফরের সুযোগ পেয়েছিল। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।