Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেয়র গোল্ডকাপে বিশৃঙ্খলা!

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : খেলোয়াড় সৃষ্টি ও দর্শকদের মাঠমুখী করতে সিজেকেএস মেয়র গোল্ডকাপ আন্তঃওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট গত ১৯ এপ্রিল থেকে হয়েছে শুরু। এতে অংশগ্রহণ করছে ৩৮টি ওয়ার্ড। প্রথম পর্বে অর্ধেকেরও বেশি খেলা ইতিমধ্যে শেষ হলেও ওয়ার্ডগুলো মাঠে উপস্থিত থাকার ক্ষেত্রে মানছেনা তেমন কোন সময়ের নিয়ম-কানুন। প্রতিদিন কমপক্ষে ঠিকই তিনটি খেলা মাঠে গড়াচ্ছে কিন্তু আয়োজকরা নির্ধারিত সময়ে খেলা শুরু করতে পারছেনা। প্রতিটি ম্যাচ নির্ধারিত সময়ের চেয়ে কমপক্ষে ৪০ মিনিট বিলম্বে শুরু করতে হচ্ছে আয়োজকদের। খেলা দেখতে আসা দর্শকরাও বিরক্ত হচ্ছে। এ ব্যাপারে ফুটবল সম্পাদক মোঃ ইউসুফ বলেন, সময়জ্ঞান হচ্ছে একটি শৃঙ্খলা এবং যেকোন দলের এটি থাকা বাঞ্ছনীয়। তিনি ক্লাবগুলোকে মাঠে উপস্থিত থাকার ক্ষেত্রে সময় মেনে চলার নির্দেশ দিলেও কেউ তা পরোয়া করছে না। খেলা দেখতে আসা দর্শকদের মধ্যে কেউ কেউ বলছেন, যেখানে খেলোয়াড় সৃষ্টি ও দর্শকদের মাঠমুখী করতে এ টুর্নামেন্টের আয়োজন সেই ক্ষেত্রে দলগুলো যদি মাঠে আসা নিয়ে তাদের সময়জ্ঞান না থাকে তাহলে এটি শৃঙ্খলা ভঙ্গ নয় কি?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ