নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : থাইল্যান্ডে অনুশীলনরত বাংলাদেশের কৃতি সাঁতারু মাহফিজুর রহমান সাগর আমন্ত্রণমুলক সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে ছয় স্বর্ণপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন। গতকাল ফুকেটে অনুষ্ঠিত বিআইএসপি ফ্লাইং ফিশ আমন্ত্রণমুলক সাঁতারে বাংলাদেশের এই সাঁতারু আট ইভেন্টে অংশ নিয়ে ঝয়টি স্বর্ণ ও দু’টিতে রৌপ্যপদক জিতেছেন।
ফুকেটে যেই হাই পারফরমেন্স ক্যাম্পে অনুশীলন করছেন সাগর সেখানে নিয়মিতই প্রস্তুতিমূলক টুর্নামেন্টের আয়োজন করা হয়। কাল শেষ হওয়া এই টুর্নামেন্টে অংশ নেন থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, ফ্রান্স, ফিলিপাইন, সিঙ্গাপুর, লাওসসহ বিভিন্ন দেশের ১৬ দলের সাঁতারুরা। বাংলাদেশের সাগর সাঁতরান থাইল্যান্ডের থানিয়াপুরা ইউডবিøউসি দলের হয়ে। এ আসরে সাগর ৫০, ১০০ ও ২০০ মিটার ফ্রি স্টাইল, ৫০ মিটার বাটারফ্লাই ও দু’িিট রিলেতে স্বর্ণ জয় করেন। এবং ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোকে তিনি রুপা জিতেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।