রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভেড়ামারা (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা
পূর্ব শত্রুতার জের ধরে রাজনৈতিক প্রতিপক্ষ দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বহলবাড়ীয়া ইউনিয়নের খাঁড়ারা গ্রামের মৃত আবদুল করিম ম-লের পুত্র মহন আলীর বাড়িতে গিয়ে দুর্বৃত্তরা মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, বহলবাড়ীয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছানোয়ারের পক্ষে নির্বাচনী প্রচারণা শেষ করে রাত ১টার দিকে বাড়িতে প্রবেশ করে আজমতপুর এমআর এ ব্রিক্সের ম্যানেজার মহন আলী। এরপর রাত দেড়টার দিকে অজ্ঞাতনামা ২/৩ জন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে পেট্রল ঢেলে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এ বিষয়ে মিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মহন আলী জানিয়েছেন, আমাদের দমন করতেই রাজনৈতিক প্রতিপক্ষরা পূর্ব শত্রুতার জের ধরে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এতে প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।