Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বালু সিন্ডিকেটের দৌরাত্ম্যে সরকার হারাচ্ছে রাজস্ব

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

কক্সবাজার অফিস
কক্সবাজার জেলার বিভিন্ন খাল, ছরা ও নালা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের যেন মহোৎসব চলছে। সরকার দল সমর্থিত বালু সিন্ডিকেটগুলো ফ্রি স্টাইলে বালু উত্তোলন করে একদিকে রাজস্ব ফাঁকি দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। অন্যদিকে পরিবেশের করছে সর্বনাশ। এসব বাল সিন্ডিকেটগুলো যেন কিছুতেই থামবার নয়। চকরিয়া, রামু, উখিয়া, টেকনাফ ও কক্সাজার সদরের বিভিন্ন স্থান থেকে এভাবে বালু লুট হচ্ছে নিয়মিত। চকরিয়ায় মাতামুহুরী নদীর জেগে উঠা চর থেকে অবৈধ পন্থায় বালু উত্তোলনকালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১৩টি ডাম্পার ট্রাক ও একটি এস্কেভেটর (মাটি কাটার যন্ত্র) গাড়ি আটক করেছে। গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম মাতামুহুরী নদীর চিরিঙ্গা সেতু পয়েন্টে এ অভিযান পরিচালনা করে এগুলো আটক কেরেন। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহেদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এক  শ্রেণির প্রভাবশালী ব্যক্তি মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে জেগে উঠা চর থেকে এস্কেভেটর দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। এ অবস্থার কারণে সরকার বিপুল অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। পাশপাশি চিরিঙ্গা ব্যজিটি হুমকির মুখে পড়ে। বিষয়টি আদালতের নজরে আসলে সোমবার দুপুরে নদীর চিরিঙ্গা সেতু পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। ওইসময় বালু পরিবহনে নিয়োজিত ১৩টি ডাম্পার ট্রাক ও বালু কাটার জন্য ব্যবহৃত একটি এস্কেভেটর গাড়ি আটক করা হয়। তবে ওইসময় বালু উত্তোলনে জড়িতরা কৌশলে পালিয়ে যায়। তিনি আরো জলেন, আটক করা এসব গাড়িগুলোর বিপরীতে ভ্রাম্যমাণ আদালতের আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বালু সিন্ডিকেটের দৌরাত্ম্যে সরকার হারাচ্ছে রাজস্ব
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ