Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বস্তিবাসীর জন্য ফ্ল্যাটের নকশা হয়েছে গণপূর্ত মন্ত্রী

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকার বস্তিবাসীদের আবাসনে সরকারি জায়গায় বহুতল ভবন করা হচ্ছে বলে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানিয়েছেন। এসব ভবনে কেমন ফ্ল্যাট ও অন্যান্য বন্দোবস্ত হবে তার নকশাও ইতোমধ্যে করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
গতকাল রোববার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী ভবনের সম্মেলন কক্ষে ‘জাতীয় অর্থনীতিতে আবাসন খাত’ শীর্ষক একটি গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এই উদ্যোগ তুলে ধরেন পূর্তমন্ত্রী।
মন্ত্রী মোশাররফ বলেন, প্রতিটি পরিবারের জন্য ৫৫০ স্কয়ার ফুটের ফ্ল্যাট করা হবে, যেখানে দুটি বেড রুম, একটি ড্রয়িং ও একটি কিচেন থাকবে। তবে গোসলখানা ও টয়লেট আলাদা হবে। প্রতিটি ১৮তলা ভবন হবে। প্রতি ভবনে দুটি লিফট থাকবে। এগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে তাদের। মন্ত্রী বলেন, দিনে ২৭০ টাকা হিসাবে এসব ফ্ল্যাটের ভাড়া নেওয়া হবে । এখানে যারা থাকবে তারা খুব সহজেই এটা বহন করতে পারবে। সেন্টার ফর কমিউনিকেশন নেটওয়ার্ক (সিসিএন) আয়োজিত এই বৈঠকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, সাংবাদিক নাঈমুল ইসলাম খান, এফবিসিসিআই সহ-সভাপতি শফিউল আলম মহিউদ্দিন ও রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিনসহ অনেকে বক্তব্য রাখেন।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই উদ্যোগের পাশাপাশি রাজউকের ২০ হাজার অ্যাপার্টমেন্ট নির্মাণের কথা তুলে ধরে মোশাররফ হোসেন বলেন, সেখানেও ২০ হাজার পরিবারকে তুলতে পারব বলে আমি বিশ্বাস করি।
তিনি বলেন, আগামীতে রাজউক বা সরকারিভাবে যেসব ফ্ল্যাট নির্মাণ করা হবে সবগুলোই হাইরাইজ বিল্ডিং হবে। সেখানে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স হবে। এসব কমপ্লেক্সে পাঁচশ থেকে পাঁচ হাজার পর্যন্ত ফ্ল্যাট থাকবে। সেখানে বড় লোকরাও থাকবে আবার গরীবরাও থাকবে। আবাসন খাতে ১৫ শতাংশ ভ্যাট অতিরিক্ত হবে বলে মনে করছেন গণপূর্তমন্ত্রী।
তিনি বলেন, পৃথিবীর কোনো উন্নয়নশীল দেশে ১৫ শতাংশ হারে কর আছে বলে আমার জানা নেই। বাজেট বক্তৃতায় আমি অর্থমন্ত্রীকে স্পষ্ট করেই বলব- আপনি ট্যাক্সের আওতা না বাড়িয়ে ১২ লাখ লোকের কাছ থেকে ট্যাক্স নেবেন। আর সবাইকে ফ্রি করে দেবেন এটাতো হতে পারে না। দেশের ১৬ কোটি মানুষের মধ্যে অন্তত আট কোটি লোক কিছু দিতে পারে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের আচরণ বদলানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, তাঁরা যদি বন্ধুসুলভ ব্যবহার করে ,লোকজন যদি হয়রানির শিকার না হয়, তাহলে অবশ্যই সবাই ট্যাক্স দেবে। এখন এক মুরগিকে যদি বারবার জবাই করেন, সেই মুরগির অবস্থা কী হবে?
এসময় মন্ত্রী এনবিআরের একটি ‘অযৌক্তিক’ দাবির উদাহরণ তুলে ধরে বলেন, আমার পরিচিত এক লোক সব সম্পদ এনবিআরকে দেখান না। আমি তার কাছে জানতে চাইলে বলেছেন, আমি সব এবার দেখালে আগামী বছর আরও বেশি চাইবে। আবার লস করলেও তারা তা মানতে চায় না।
তিনি বলেন,এনবিআরকে মানতে হবে, সব সময়তো আর লাভ হয় না। মাঝে মাঝে তো লস হয়। এনবিআরকে এটা মানতে হবে । আগামী অর্থবছর থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের বিরোধিতার সমালোচনা করে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, ভ্যাট দেবেন ক্রেতারা, ব্যবসায়ীরা নয়।
ব্যবসায়ীরা কেন এটার বিরোধিতা করছে তা আমি বুঝি না। তাদের তো ৩০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার ট্যাক্স ফ্রি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ