Inqilab Logo

রোববার, ০৯ জুন ২০২৪, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ০২ যিলহজ ১৪৪৫ হিজরী

ছোট ভাইয়ের কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ফেনী জেলা সংবাদদাতা
ফেনী সদর উপজেলার ধলিয়ার মৃত মো. মোস্তফার  ছেলে জসিম উদ্দিনের কোটি টাকার সম্পদ হাতিয়ে নিয়েছে তার বড় ভাই ছারোয়ার জাহান। এ বিষয়ে প্রতিকারের জন্য ছোট ভাই জসিম উদ্দিন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন। জসিমের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ২০০৬ সালে ব্রাদার্স ট্রেডিং নামে যৌথ অংশীদারিত্বে ফেনী শহরের দাউদপুর এলাকায় একটি রড, সিমেন্টের দোকান উদ্বোধন করেন দুই ভাই। ২০০৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ২ জন মিলে ব্যবসা পরিচালনা অব্যাহত রাখে। একপর্যায়ে ২০১২ সাল থেকে ছারোয়ার গাছের ব্যবসার কথা বলে ১৮ লাখ টাকা, দোকানের জামানত, মালামাল ও জমি ক্রয় বাবত ৫০ লাখ এবং বকেয়া বাবত ৩৭ লাখ টাকাসহ সর্বমোট ১ কোটি ৫ লাখ টাকা আত্মসাৎ করে। উল্লেখিত টাকা আত্মসাতের পর জসিম উদ্দিন, দোকান মালিক সফিকুর রহমান ও ধলিয়া ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জসিমের কাছে বিচার দেন। বিচারকরা দুই ভাইকে লাভ লোকসানের চূড়ান্ত হিসাব নিকাশের মাধ্যমে সমস্যা সমাধানের সিদ্ধান্ত দেন। কিন্তু বিচারকদের সিদ্ধান্ত মানতে নারাজ ছারোয়ার। তিনি জসিমের সাথে যৌথ ব্যবসার ২টি বকেয়া খাতার কোন হিসাব দেননি। প্রতারক ছারোয়ার তার ছোট ভাইয়ের কাছ থেকে অত্যন্ত কৌশলে মার্কেন্টাইল ব্যাংকের লোন বাবত ২১টি অলিখিত স্ট্যাম্পে সাক্ষর নেন। এছাড়া জসিমের সাথে বিরোধের মীমাংসার নামে আরো ৩টি অলিখিত স্ট্যাম্প ও ১টি ব্যাংক চেক নিয়ে যান। স্ট্যাম্প ও চেক দাবি করায় প্রতারক ছারোয়ার ছোট ভাই জসিমকে প্রাণ নাশের হুমকি দেয়। এতেই তিনি ক্ষান্ত হননি, জসিমের ক্রয়কৃত ৫ শতক জায়গা ও স্ত্রীর গয়না বিক্রি করে আলভী ট্রেডিং নামে প্রতিষ্ঠিত দোকান থেকে রাতের আঁধারে রড, বালি ও পাওয়ার ট্রলি চুরি করে নিয়ে যান ছারোয়ার। এ বিষয়ে ফেনী মডেল থানায় ১২২৪নং অভিযোগ দায়ের করা হয়েছে। এসব বিষয়ে প্রতিকারের জন্য চলতি বছরের ১৮ জানুয়ারি জসিম ফেনী রিপোর্টার্স ইউনিটিতে সাংবাদিক সম্মেলন করেন। জসিমের আনিত অভিযোগের বিষয়ে জানতে ছারোয়ারের কাছে ফোন করা হলে তিনি বলেন, জসিমকে মাদকাসক্ত উল্লেখ করে অভিযোগগুলো অস্বীকার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছোট ভাইয়ের কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ