Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোমার নামে ‘মা’ ব্যবহার করায় পোপের নিন্দা

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস মার্কিন সর্ববৃহৎ অ-পারমাণবিক বোমার নামে ‘মা’ শব্দ ব্যবহার করার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি বোমাটির নামের সঙ্গে মা ব্যবহার বন্ধেরও আহŸান জানিয়েছেন। ভ্যাটিকোনে ছাত্রদের সঙ্গে কথা বলার সময় মার্কিন কথিত সকল বোমার মা হিসেবে পরিচিত জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডনেন্স এয়ার বø্যাস্ট (মোয়াব) বোমার প্রসঙ্গে এ কথা বলেন তিনি। পোপ বলেন, এই নাম শুনে আমি খুব লজ্জা পেয়েছি। একজন মা জীবন দান করেন আর এ বোমা মৃত্যু ডেকে আনে। অথচ এ বোমার নামে মা শব্দটি ব্যবহার করা হয়েছে। কী হচ্ছে বলুন তো? ২০০৩ সালে বোমাটি প্রথম পরীক্ষা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে গত ১৩ এপ্রিল প্রথমবারের মতো আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে মোয়াব ফেলা হয়েছিল। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ