মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গভীর রাতে রুদ্ধদ্বার বৈঠকে এক ট্রিলিয়ন ডলারের ব্যয় বিলে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শুক্রবার নিউজার্সিতে তিনি এই বিলে সই করেন। আগামী সেপ্টেম্বর পর্যন্ত সরকারি কর্মকাÐ সচল রাখতে এই বিল অনুমোদন করা হয়। এ সপ্তাহে বিলটি কংগ্রেসের দুটি হাউসেই পাস হয়েছে। এটি আইনে পরিণত করতে ট্রাম্প সই করেন। রিপাবলিকানরা পেন্টাগনের অতিরিক্ত ১৫ বিলিয়ন ডলারের ব্যয় বিলের প্রশংসা করেছেন। সীমান্ত নিরাপত্তার জন্য ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের জরুরি ব্যয় বিলেরও প্রশংসা করেন তাঁরা। তবে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য কোনো তহবিল বরাদ্দ করেননি ট্রাম্প। অভ্যন্তরীণ কর্মসূচি এবং বিদেশি ত্রাণ তহবিলের ব্যয় কমিয়ে ট্রাম্প সামরিক খাতে বড় ধরনের ব্যয় করতে চান। কয়েকজন রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতা ব্যয় বিলের জন্য আলোচনা করেছেন। তাঁরা সফলভাবে বিদেশি সাহায্য, পরিবেশ সুরক্ষা সংস্থা, সাহিত্য, অর্থনৈতিক উন্নয়ন এসব খাতে ট্রাম্পের ব্যয় কমানোর পরিকল্পনাকে সমর্থন করেছেন। ১ হাজার ৬৬৫ পৃষ্ঠার ওই বিলে নাসার জন্য খরচ বাড়ানোর কথা বলা হয়েছে। এবিসি নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।