মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে প্রায় তিন হাজার অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। গত শনিবার পৃথক অভিযানে তাদেরকে উদ্ধার করা হয়েছে বলে গতকাল রোববার বার্তা সংস্থা জানিয়েছে। ইতালির কোস্টগার্ড এক বিবৃতিতে বলেছে, নৌবাহিনী, কোস্টগার্ড, ভূমধ্যসাগরে ইউরোপীয় ইউনিয়নের ইউনাভফর মিশন, ইউরোপীয় সীমান্তরক্ষী বাহিনী ফ্রন্টটেক্স, এনজিও ও ব্যবসায়ী জাহাজ ২০ টি অভিযানে তিন হাজার অভিবাসন প্রত্যাশীকে সাগর থেকে উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া এসব লোক কোন দেশের নাগরিক তা জানানো হয়নি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এর আগে শুক্রবার ভূমধ্যসাগর থেকে আরো তিন হাজার অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে। এর রবারের ডিঙ্গিতে করে লিবিয়া থেকে ইতালি যাওয়ার চেষ্টা করছিল। রয়টার্স,এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।