Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাইজেরিয়ায় তিন বছর পর অপহৃত ৮২ স্কুলছাত্রী মুক্ত

| প্রকাশের সময় : ৮ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নাইজেরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম অপহৃত ৮২ স্কুলছাত্রীকে মুক্তি দিয়েছে। গতকাল রোববার দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি রাজধানী আবুজায় তাদের অর্ভ্যথনা জানাবেন। শনিবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। ২০১৪ সালে নাইজেরিয়ার উত্তর-পূর্বের শহর চিবুক থেকে ২৭৬ জন স্কুল ছাত্রীকে অপহরণ করে বোকো হারাম। এদের মধ্যে ৫৭ জন অপহরণের কয়েক ঘন্টার মধ্যে পালাতে সক্ষম হয়। বোকো হারামের হাতে বন্দী থেকে যায় ২১৯ জন। গত বছর কারাগারে আটক জঙ্গিদের মুক্তির বিনিময়ে ২১ ছাত্রীকে মুক্তি দেয় বোকো হারাম। নাইজেরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারে আটক বোকো হারাম জঙ্গিদের বিনিময়ে ৮২ স্কুলছাত্রীকে মুক্তি দিতে রাজী হয়েছে সন্ত্রাসী গোষ্ঠীটি। আন্তর্জাতিক মধ্যস্থতাকারীর মাধ্যমে দুই পক্ষে এতে সম্মত হয়েছে বলে জানানো হয়েছে। বিবিসি জানিয়েছে, বোকো হারাম ইতিমধ্যে ৮২ স্কুলছাত্রীকে মুক্তি দিয়েছে। তারা নাইজেরিয়ার সেনাবাহিনীর নিরাপত্তা হেফাজতে রয়েছে। তাদেরকে একটি দুর্গম অঞ্চল থেকে ক্যামেরুন সীমান্তের কাছে বাঙ্কি এলাকার সেনা ঘাঁটিতে আনা হয়েছে। গত শনিবার প্রেসিডেন্টের দপ্তর থেকে বলা হয়েছে, দীর্ঘ আলোচনার পর সরকারের হাতে আটক সন্দেহভাজন বোকো হারাম সন্ত্রাসীদের বিনিময়ে আমাদের নিরাপত্তা সংস্থা এ মেয়েদের ফিরিয়ে এনেছে। গতকাল রোববার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির সঙ্গে সাক্ষাতের জন্য এই স্কুল ছাত্রীদের রাজধানী আবুজায় নিয়ে যাওয়া হবে বলেও জানানো হয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ