Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধুপুরে মধুর কথা শোনাচ্ছেন অর্ধশতাধিক মনোনয়ন প্রত্যাশী

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মোঃ আমিনুল হক, মধুপুর (টাঙ্গাইল) থেকে

টাঙ্গাইলের মধুপুরে ১১টি ইউনিয়নের নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ ও বিএনপির প্রায় অর্ধশতাধিক চেয়ারম্যান প্রার্থী ভোটারদের মধুর মধুর কথা শোনাচ্ছেন। কাকডাকা ভোর হতে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা মিষ্টি মধুর কথার ফুলঝুড়ি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে কড়া নাড়ছে। নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন সুন্দর স্বচ্ছ দুর্নীতিমুক্ত উন্নয়নশীল আধুনিক ইউনিয়ন পরিষদ গঠন করার। কিন্তু ভোটাররা হিসাব-নিকাশ করে প্রার্থীদের মধ্য থেকে পছন্দের প্রার্থীদের খুঁজে নিবেন। আউশনারা: উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক অধ্যাপক আ. আজিজ, অধ্যক্ষ কামরুজ্জামান জুয়েল, ইউনিয়ন আ.লীগ সম্পাদক গোলাম মোস্তফা, কৃষকলীগ নেতা সুরুজ্জামান মুন্সি, সাবেক ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আলী আকবরের নাম শোন যাচ্ছে।  বিএনপির এম রতন হায়দার, আজাহার আলী বিএনপির টানা চারবার নির্বাচন করে প্রতিবার দ্বিতীয় স্থান অর্জনকারী মো. নূরুর ইসলাম ও দলীয় প্রার্থী হতে আগ্রহী। মহিষমারা: নবগঠিত মহিষমারা  ইউনিয়নে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আ.লীগের সহসভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান কাজী আব্দুল মোতালেব, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন এবং যুবলীগ নেতা মো. আব্দুস সালাম সেন্টু। বিএনপির ইউনিয়ন সভাপতি মো. আব্দুস সালাম খান। তবে এ ইউনিয়নে আ’লীগের বর্তমান ইউপি চেয়ারম্যান উপজেলা আ’লীগের সহসভাপতি কাজী আব্দুল মোতালেব এবং বিএনপির ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সালাম খান মনোনয়ন পেতে পারেন। কুড়ালিয়া: নবগঠিত কুড়ালিয়া ইউনিয়নে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আ.লীগের সদস্য মো. আব্দুল মান্নান, ছাত্রলীগের সাংগঠনিক সদস্য মঞ্জুরুল হাসান, আ.লীগ নেতা রওশন। বিএনপির সাবেক চেয়ারম্যান মো. নাসির উদ্দিন। আলোকদিয়া: আলোকদিয়া ইউনিয়নে আ.লীগের ৪ জন এবং বিএনপির ২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাশী। এরা হলেন আ.লীগের বর্তমান চেয়ারম্যান সাবেক প্রধান শিক্ষক মো. কোরবান আলী বিএসসি, সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান তালুকদার, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক আবু সাইদ তালুকদার (দুলাল), যুবলীগ নেতা ও উপজেলা আ.লীগের যুব বিষয়ক সম্পাদক মো. আবু সাইদ খান সিদ্দিক। বিএনপির সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, দুলাল মেম্বার, আকতারুজ্জামান। গোলাবাড়ী: গোলাবাড়ী ইউনিয়নে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান গোলম মোস্তফা খান বাবলু ও বিএনপির সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবীর তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আ. মান্নান, বিএনপির সম্ভাব্য দলীয় প্রার্থী। অরণখোলা: এ ইউনিয়নে আ’লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন উপজেলা আ.লীগ সদস্য আক্তার হোসেন সরকার, ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মো. হাসান ইমাম মিন্টু, সাবেক চেয়ারম্যান উপজেলা আ.লীগ নেতা বেনেডিক্ট মাংসাং, এম এ মজিদ সরকার এবং যুবলীগ নেতা মো. আব্দুর রহিম। বিএনপির বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির সরকার, মো. লস্কর আলী মেম্বার। বেরীবাইদ: নবগঠিত আ.লীগের সম্ভাব্য প্রার্থী মো. জুলহাস উদ্দিন মেম্বার, মজিবর রহমান মাস্টার, আব্দুল কাদের মেম্বার ও বিএনপির সম্ভাব্য প্রার্থী উপজেলা বিএনপির নেতা মো. কাবিল উদ্দিন মেম্বার, মঞ্জরুল ইসলাম মেম্বার। কুড়াগাছা: নবগঠিত উপজেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক পাটুয়ারী, সাবেক ইউপি সদস্য আজহারুল ইসলাম রাজু, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন, কুড়াগাছা ইউনিয়ন আ.লীগের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, আ.লীগ নেতা হযরত আলী ও বিএনপির শাহ আব্দুল ছালাম মেম্বার ও ওবায়দুল্লাহ মাস্টার। শোলাকুড়ি: উপজেলা আ.লীগের সহসভাপতি বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াকুব আলী, ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ওয়ার্ড আ.লীগ নেতা ইউপি সদস্য আদিবাসী রঞ্জিত নকরেক ও বিএনপির অ্যাডভোকেট-শাহাজানান কবির, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমানের নাম শোনা যাচ্ছে। ফুলবাগচালা: উপজেলা আ.লীগের তথ্য সম্পাদক রেজাউল করিম বেনু , সদস্য জামাল উদ্দিন আহমেদ ওরফে জামাল মিলিটারী, ইউনিয়ন আ.লীগ নেতা লুটিস দিও  এবং  বিএনপির মুক্তার হোসেন, জামায়াতের বোরহানুল ইসলাম, স্বতন্ত্র  ইব্রাহিম খলিলুল্লাহ্ ও হাসর আলী  সম্ভাব্য প্রার্থী। মির্জাবাড়ী: এ ইউনিয়নে উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান সাদিকুল ইসলাম ছাড়াও সম্ভাব্য প্রার্থী প্রভাষক শাহজাহান তালুকদার বিএনপির সম্ভাব্য একক প্রার্থী যুবদল নেতা হারুন শিকদার এর নাম শোনা যাচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মধুপুরে মধুর কথা শোনাচ্ছেন অর্ধশতাধিক মনোনয়ন প্রত্যাশী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ