Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নওগাঁয় অগ্রণী ব্যাংকের পিআরএল ভোগরত ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৭, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা ঃ গত শনিবার বেলা সোয়া ১১টায় নওগাঁ অগ্রণী ব্যাংক অফিসার সমিতির উদ্যোগে পিআরএল ভোগরত ও পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা দেয়া হয়। স্থানীয় একটি হোটেলে অগ্রণী ব্যাংক নওগাঁর অফিসার সমিতির সভাপতি মোঃ এনামুল হকের সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন, অগ্রণী ব্যাংক নওগাঁর অঞ্চল প্রধান এসএম মনোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন, অগ্রণী ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অফিসার সমিতির সাধারন সম্পাদক মোঃ মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সারা বিশ্বের উন্নয়নের রোল মডেল জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে আরো এগিয়ে নেয়ার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন, ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ও নওগাঁ শাখা প্রধান বাবলু মুহরী, সিবিএর কেন্দ্রীয় সভাপতি খন্দকার নজরুল ইসলাম, মোঃ সাইফুল হক চৌধুরী, তারেক রহমতুল্লাহ্, নওগাঁ অফিসার সমিতির সাধারন সম্পাদক খালেদ সাইফুল্লাহ চৌধুরী রিপনপ্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট ও গাইবান্ধা জেলার অগ্রণী ব্যাংক অফিসার সমিতির সভাপতি-সম্পাদক ও সিবিএ নেতারা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ