নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : উন্নত প্রশিক্ষণের জন্য ভারত যাওয়া হচ্ছে না বাংলাদেশের ১৭ কুস্তিগীরের। একমাত্র ভিসা জটিলতার কারনেই তারা যেতে পারছেন না। প্রায় দু’মাস আগে ভারতীয় হাইকমিশনে কুস্তিগীরদের পাসপোর্ট রাখে বাংলাদেশ কুস্তি ফেডারেশন। ভিসা আজ দিচ্ছি, কাল দিচ্ছি বলে ভারতীয় হাইকমিশন কালক্ষেপন করায় শেষ পর্যন্ত ক’দিন আগে পাসপোর্টগুলো ফিরিয়ে আনে ফেডারেশন।
গত বছরের ফেব্রæয়ারিতে গৌহাটি-শিলং সাউথ এশিয়ান (এসএ) গেমস চলাকালে দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে উন্নত প্রশিক্ষণের জন্য ভারতের কাছে আবেদন করে বাংলাদেশ। ভারতীয় কুস্তি অ্যাসোসিয়েশনের কাছে বাংলাদেশ কুস্তি ফেডারেশনের করা এই আবেদনের প্রেক্ষিতে লাল-সবুজের কুস্তিগীরদের উন্নত প্রশিক্ষণের দ্বার উম্মোচিত হয়েছিল। কিন্তু ভারতীয় হাইকমিশনের অসহযোগিতার কারনেই সেই দ্বার রুদ্ধ হয়ে গেল।
এই দলের ১০ জন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি), তিন জন বাংলাদেশ সেনাবাহিনীর, দু’জন আনসার ও একজন পুলিশের সদস্য হলেও আরেকজন নতুন কুস্তিগীর। প্রশিক্ষণের মেয়াদে বাংলাদেশের কুস্তিগীরদের অনুশীলনের পাশাপাশি থাকা, খাওয়া, স্থানীয় যাতায়াত ও চিকিৎসা সেবা প্রদানের কথা ছিল ভারতের। আর ভারতে যাওয়া-আসার যাতায়াত খরচ বহন করার কথা বাংলাদেশের। সেই অনুযায়ী ১ মার্চ উত্তর প্রদেশে যাওয়ার কথা ছিল বাংলাদেশের ১৭ কুস্তিগীরের। নিজ নিজ সংস্থা থেকে তারা ছুটি ও অনুমোদনও নিয়েছিলেন। কিন্তু ভিসা জটিলতায় সব ভন্ডুল হলো। তরুন এই দলটির মধ্যে কেবল আনসারের আমজাদ আলীরই রয়েছে গত এসএ গেমসে খেলার অভিজ্ঞতা। এ প্রসঙ্গে বাংলাদেশ কুস্তি ফেডারেশনের যুগ্ম সম্পাদক মেজবাউল হক আজাদ বলেন, ‘এক বছরের উন্নত প্রশিক্ষণ পেলে এই ১৭জনের মধ্য থেকে বাছাই করে আগামী এসএ গেমসসহ আন্তর্জাতিক আসরের জন্য বাংলাদেশ দল গঠন করা হতো। এ লক্ষ্যে প্রায় দু’মাস আমরা ছেলেদের পাসপোর্ট জমা রেখেছিলাম ভারতীয় হাইকমিশনে। দু’মাস পরেও যখন ভিসা হয়নি তখন ক’দিন আগে পাসপোর্টগুলো ফিরিয়ে এনেছি।’ এদিকে দেশের বাইরে উন্নত প্রশিক্ষণের সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ বাংলাদেশের কুস্তিগীররা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।