Inqilab Logo

সোমবার, ০৩ জুন ২০২৪, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

স্বাধীনতা দিবস টেনিস আগামীকাল

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : সুইস কোয়ালিটি পেপারের পৃষ্ঠপোষকতায় আগামীকাল রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হচ্ছে স্বাধীনতা দিবস টেনিস প্রতিযোগিতা। টুর্নামেন্টে ঊনিশটি ক্লাবের প্রায় দু’শতাধিক খেলোয়াড় অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার ইভেন্টগুলো হলো- পুরুষ একক ও দ্বৈত, মহিলা একক, বালক ও বালিকা একক অনূর্ধ্ব-১২, ১৪ ও ১৮ বছর এবং মিনি টেনিস (অনুর্ধ ১০ বছর, অনুর্ধ ৮ ও অনুর্ধ ৬ বছর বালক ও বালিকা)। পুরুষ একক ও দ্বৈত এবং মহিলা এককে প্রায় ৯৫ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে। এ উপলক্ষ্যে গতকাল জাতীয় টেনিস কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের বিভিন্ন তথ্য জানান টেনিস ফেডারেশনের সহ-সভাপতি এএসএম হায়দার। এ সময় আরেক সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ডেপুটি জেনারেল ম্যানেজার এএফএম জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন। আজ বিকাল চারটায় টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি।
অংশগ্রহণকারী দলগুলো হলো- বিকেএসপি, রাজশাহী জাফর ইমাম টেনিস কমপ্লেক্স, নওগাঁ টেনিস ক্লাব, নরসিংদী টেনিস ক্লাব, ঝালকাঠি টেনিস ক্লাব, মাদারীপুর টেনিস ক্লাব, ঢাকা ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, ঢাকা ক্লাব লিমিটেড, উত্তরা ক্লাব লিমিটেড, গুলশান ক্লাব লিমিটেড, ঢাকা অফিসার্স ক্লাব, গুশলান ইয়ুথ ক্লাব, বৃটিশ হাই কমিশন ক্লাব, নেভী ক্লাব, আমেরিকান ক্লাব, ব্রাহ্মনবাড়ীয়া জেলা ক্রীড়া সংস্থা, আনসার ও ভিডিপি টেনিস ক্লাব, নরডিক ক্লাব এবং ইন্টারন্যাশনাল ক্লাব।

গোল্ডকাপ জাতীয় হকি
স্পোর্টস রিপোর্টার : এটিএন বাংলা গোল্ডকাপ জাতীয় হকি প্রতিযোগিতায় জয় পেয়েছে কুড়িগ্রাম, ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা শিক্ষা বোর্ড। গতকাল মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে কুড়িগ্রাম ৪-২ গোলে হারায় ঠাকুরগাঁওকে। বিজয়ী দলের সহিদ দু’টি এবং হাসিবুজ্জামান ও কামরুল একটি করে গোল করেন। ঠাকুরগাঁওয়ের এক্কা ও সুকেশ দু’গোল শোধ দেন। দ্বিতীয় ম্যাচে ময়মনসিংহ ৮-২ গোলের জয় পায় সাতক্ষীরার বিপক্ষে। ময়মনসিংহের রাহাত, ইসমাইল ও তানভীর দু’টি করে এবং হিমেল ও মাশুক একটি করে গোল করেন। সাতক্ষীরার সাইফুল ও ফয়সাল দুটি গোল শোধ দেন। দিনের তৃতীয় ম্যাচে ফরিদপুর ৩-১ গোলে নারায়নগঞ্জকে এবং শেষ ম্যাচে ঢাকা শিক্ষা বোর্ড ৫-০ গোলে হারায় চট্টগ্রাম জেলাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ