Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

প্রধান দুই দলই সমানে সমান

প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা
আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপি’র ৫ জন করে ১০ জন বিেেদ্রাহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া জামায়াত সমর্থিত প্রার্থী রয়েছে ৪ জন ও স্বতন্ত্র প্রার্থী রয়েছে ২ জন। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীরা হলেন রহনপুরে সাজাহান আনসারী মামলত, রাধানগরে মামুনুর রশিদ, পার্বতীপুরে লিয়াকত আলী খান, আলিনগরে তরিকুল ইসলাম, বাঙ্গাবাড়ীতে সাদিরুল ইসলাম, গোমস্তাপুরে জামালউদ্দিন মন্ডল, চৌডালায় আনসারুল হক, বোয়ালিয়ায় জিল্লুর রহমান লালু। কিন্তু চৌডালায় গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়ায় সফিকুল ইসলাম (শফিক), আলিনগরে আজকারুল ইসলাম বিপ্লব, বাঙ্গাবাড়ীতে আজাহার আলী মন্ডল ও রাধানগরে দেলোয়ার হোসেন বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিকে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থীরা হলেন রহনপুরে গোলাম রাব্বানী রকি, রাধানগরে মোখতারুল হক সুমন, পার্বতীপুরে ইয়াসিন আলী সর্দার, আলিনগরে ইসরাফিল হক, বাঙ্গাবাড়ীতে শহীদুল ইসলাম, গোমস্তাপুরে সৈয়দ আনোয়ার হোসেন, চৌডালায় আনোয়ার হোসেন, বোয়ালিয়ায় জিয়াউর রহমান আকবর। তবে বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আলিনগরে আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ, বাঙ্গাবাড়ীতে মুনিরুল ইসলাম, রহনপুরে মনিরুজ্জামান সোহরাব, রাধানগরে মতিউর রহমান ও পাবর্তীপুরে মোয়াজ্জেম হোসেন। জামায়াত সমর্থিত প্রার্থীরা হচ্ছেন গোমস্তাপুরে আনোয়ার হোসেন মাস্টার, চৌডালায় শাহ আলম, বাঙ্গাবাড়ীতে ডা.আব্দুল গণি ও রাধানগরে সেরাজুল ইসলাম। স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে ২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন বাঙ্গাবাড়ীতে ইকবাল হোসেন ও চৌডালায় মুস্তাফিজুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধান দুই দলই সমানে সমান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ