মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মোরেলগঞ্জ (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা : পূর্ব সুন্দর বনের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর জুমরার খাল এলাকায় র্যাব-৮ এর অভিযানে জলদস্যু ‘বড় ভাই’ বাহিনীর দুই সদস্য আটক হয়েছে। এসময় ৪টি দেশী বিদেশী আগ্নেয়াস্ত্র ও ১৯ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেন র্যাব সদস্যরা। আটক জলদস্যুরা হলো রামপাল উপজেলার সুলতানিয়া গ্রামের আবু তালেব শেখের ছেলে খলিল শেখ ওরফে রাঙ্গা মিয়া (৩২) ও একই উপজেলার কালিকা প্রসাদ গ্রামের মৃত কাওছার আলী মোল্লার ছেলে নজরুল ইসলাম মোল্লা (৪২)। র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, সুন্দরবনের জুমরার খাল এলাকায় জলদস্যু ‘বড় ভাই’ বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা আজ দুপু সাড়ে বারটায় এ অভিযান শুরু করেন। রড় ভাই বাহিনীর সদ্যরা র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব তাদের ধাওয়া করে দুই দস্যুকে আটক করে। এসময় তাদের কাছ খেকে দেশী-বিদেশী ৪টি আগ্নেয়াস্ত্র ও ১৯ রাউন্ড গোলাবারু উদ্ধার করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।