Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমান্তে উত্তেজনা হ্রাসে একমত

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনীর সিনিয়র কর্মকর্তারা সীমান্ত উত্তেজনা কমাতে একমত হয়েছেন। সম্প্রতি আন্ত:সীমান্তে গুলি বিনিময়ের ঘটনায় নয় পাকিস্তানী নাগরিক নিহত ও আরো ৪০ জন আহত হওয়ার পর তারা এ ব্যাপারে সম্মত হলেন। গত শুক্রবার পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক অভিযান বিষয়ক মহাপরিচালকের মধ্যে সরাসরি যোগাযোগের জন্য হটলাইন চালু করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর সামরিক অভিযান বিষয়ক মহাপরিচালক (ডিজিএমও) মেজর জেনারেল সাহির শমশেদ মির্জা পাকিস্তানের সীমান্তবর্তী গ্রামবাসী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর অহেতুক গুলি চালানোর নিন্দা জানিয়েছেন। সিনহুয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ