Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

রিপাবলিকানরাই আটকে দিতে পারেন স্বাস্থ্য বিল

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৭, ১২:০০ এএম

সিনেটেও শঙ্কার মুখে ট্রাম্পের স্বাস্থ্যনীতি
ইনকিলাব ডেস্ক : রিপাবলিকান সিনেটররা ওবামাকেয়ারের বিকল্প হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন স্বাস্থ্যনীতির বিষয়ে এখনও সংশয়ে রয়েছেন বলে জানিয়েছেন। এর ফলে কংগ্রেসের নিম্নকক্ষে পাস হওয়া স্বাস্থ্য বিলটি আটকে যেতে পারে সিনেটে, অথবা বড় কোনও সংশোধনীর মুখোমুখি হতে পারে। এ প্রসঙ্গে রিপাবলিকান সিনেটর জন বারাসো বলেছেন, এ বিলে বহু সংশোধন প্রয়োজন। আর্থিক কমিটির প্রধান সিনেটের অরিন হাচ বলেন, এ বিলে বহু পরিবর্তন দরকার, বিলটি পাস করা প্রায় অসম্ভব। সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, বিলটি নিয়ে আমরা সংশয়ে রয়েছি। নতুন বিলে ওবামাকেয়ার-এর বড় অংশ স্বাস্থ্যবিমাকেই বাতিল করে দেওয়া হয়েছে। ওবামাকেয়ারের বাতিল হওয়া অংশ রিপাবলিকানদের প্রণীত স্বাস্থ্যবিমা পরিকল্পনা দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট নামের এ স্বাস্থ্যনীতিকে আইনে পরিণত করার জন্য কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টিটিভস বা প্রতিনিধি পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ২১৭-২১৩ ভোটে বিলটি পাস হয়। এটাই এ পর্যন্ত ট্রাম্পের সবচেয়ে বড় সংসদীয় সাফল্য। পরে বিলটি আইনে পরিণত করতে বিবেচনার জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়। মার্কিন কংগ্রেসে পাস হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যনীতি সংক্রান্ত বিকল্প প্রস্তাব। এর মধ্য দিয়ে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আলোচিত স্বাস্থ্যবীমা প্রকল্প ওবামাকেয়ার-এর বড় অংশই কার্যত বাতিল হয়ে গেছে। আর প্রথম বড় রকমের সাংবিধানিক জয় পেয়েছেন ট্রাম্প। এবার সিনেটে পাস হলে এ প্রস্তাব আইন হিসেবে কার্যকর হবে। কিন্তু কংগ্রেসম্যানদের মত মার্কিন সিনেটররাও এ প্রস্তাবের বিষয়ে সন্দিহান। এ তালিকায় ডেমোক্র্যাটদের পাশাপাশি ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সিনেটররাও আছেন। একদিকে সাংবিধানিক বাধ্যবাধকতা, অন্যদিকে নিম্ন আয়ের মানুষের ভবিষ্যত নিয়ে উৎকন্ঠায় ভুগছেন তারা। তবে সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রস্তাবটি পাসের আশা করছেন ট্রাম্প। কিন্তু ট্রাম্পের এ আশা সহজে পূরণ নাও হতে পারে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টিটিভস বা প্রতিনিধি পরিষদেও রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ছিল। কিন্তু হাউসে এ প্রস্তাবকে পরপর দুবার আটকে দেন কংগ্রেসম্যানরা। পরে সংশোধনী আনা হলে পাস হয় প্রস্তাবটি। কিন্তু ব্যবধান ছিল সামান্যই। তুমুল নাটকীয়তা ও আলটিমেটামের পরে ২১৭-২১৩ ভোটের ব্যবধানে পাস হয় ট্রাম্পের স্বাস্থ্যনীতি। সেই হিসেবে ডেমোক্র্যাট দলীয় কংগ্রেসম্যানদের কেউ এ প্রস্তাবের পক্ষে ভোট দেননি। একইসঙ্গে বেশ কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতাও প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন। সিনেটেও একই পরিস্থিতি দেখা দিতে পারে। কেননা ১০০ আসনের সিনেটে ৪৬টি আসন ডেমোক্র্যাট এবং ৫২টি আসন রিপাবলিকানদের দখলে। ২ জন স্বতন্ত্র সিনেটর ডেমোক্র্যাট শিবিরে যোগ দিয়েছেন। তাই সব ডেমোক্র্যাট দলীয় সিনেটর ও বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটরের ভোট প্রস্তাবের বিপক্ষে গেলে ট্রাম্পের স্বপ্ন ভেস্তে যাবে। আর এর জন্য দায়ী থাকবেন রিপাবলিকান আইনপ্রণেতারা। রিপাবলিকান সিনেটর জন বারসো বলেন, ‘প্রস্তাবটি কংগ্রেসে অনুমোদিত হলেও এতে এখনো অনেক সংস্কার ও সংশোধনী আনতে হবে।’ তবে তিনি প্রস্তাবের পক্ষে নাকি বিপক্ষে ভোট দেবেন তা নিশ্চিত করেননি। সিনেটের অর্থ কমিটির চেয়ারম্যান অরিন হাচ বলেন, ‘এ প্রস্তাব পাসের ক্ষেত্রে যে কোন কিছুই ঘটতে পারে। ডেমোক্র্যাট দলের বর্ষীয়ান সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, এ প্রস্তাব পাসের ফলে হাজারো আমেরিকান ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন। তাদের জীবন ঝুঁকির মুখে পড়বে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ