Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ইন্দোনেশিয়ায় ২০০ বন্দীর পলায়ন

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইন্দোনেশিয়ায় কারাগার থেকে প্রায় ২০০ বন্দী পালানোর ঘটনা ঘটেছে। গত শুক্রবার জুমার নামাজের সময় পেকানবারু শহরের সিয়ালাং বাংকুক কারাগারে এ ঘটনা ঘটেছে। খবরে বলা হয়, ৩০০ বন্দীকে রাখতে সক্ষম কারাগারটিতে প্রায় ১ হাজার ৯০০ বন্দী রাখা হতো। আর এই বন্দীদের জন্য কারারক্ষী ছিল মাত্র ছয়জন। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, জুমার নামাজের সময় কারাগারের প্রবেশ পথ দিয়েই বন্দীরা বের হয়ে যাচ্ছে। তবে কেউ তাদের পিছু ধাওয়া করেনি। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা ফার্দিনান্দ সিয়াজিয়ান জানিয়েছেন, দুই তৃতীয়াংশ বন্দীকে আটক করা হয়েছে। তিনি জানান, কারারক্ষীরা নির্যাতন চালাতো বলে বন্দীরা অভিযোগ করেছে। কারাগারে শতাধিক পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। পলাতক বন্দীদের আটক করতে শহরের বিভিন্ন রাস্তায় তল্লাশি চৌকি বসানো হয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ