Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সের প্রেসিডেন্সিয়াল বিতর্কের পর শেয়ারবাজারে ঊর্ধ্বগতি

| প্রকাশের সময় : ৭ মে, ২০১৭, ১২:০০ এএম

ম্যাক্রোন ও মেরি লু পেনের বিতর্কের পর বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগের আগ্রহ
ইনকিলাব ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণের আগে একটি বিতর্কে জয়ী হয়েছেন অন্যতম পদপ্রার্থী ইমানুয়েল ম্যাক্রোন। যার সুবাদে গত বৃহস্পতিবার ইউরোপীয় শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা গেছে। প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রধান দুই প্রার্থী ম্যাক্রোন ও মেরি লু পেনের বিতর্কের পর বিনিয়োগকারীদের মধ্যে বিনিয়োগের আগ্রহ দেখা গেছে। ইউরোপের অন্যান্য বাজারের তুলনায় ফরাসি বাজারে অধিক চাঙ্গাভাব দেখা গেছে। প্যারিস সিএসি-৪০ এরই মধ্যে ১ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে এমন একটি পর্যায়ে পৌঁছেছে, যা ২০০৮ সালের পর আর দেখা যায়নি। একই সময়ে জার্মানির ফ্রাংকফুর্টের ডিএএক্স-৩০ বেড়ে একটি নতুন রেকর্ডের কাছাকাছি পৌঁছেছে। সূচকটি ১ শতাংশ বেড়ে প্রথমবারের মতো ১২ হাজার ৬০০ পয়েন্ট ছাড়িয়েছে ১২ হাজার ৬৪৭ দশমিক ৭৮ পয়েন্টে পৌঁছেছে। অন্যদিকে তেল ও ধাতুর দরপতনের প্রভাব দেখা গেছে লন্ডনের বেঞ্চমার্ক এফটিএসই-১০০ সূচকে। সূচকটি মাত্র দশমিক ২ শতাংশ ঊর্ধ্বগতি দিয়ে শেষ হয়েছে। আইজি ট্রেডার্সের প্রধান বাজার বিশ্লেষক ক্রিস বোশ্যাম্প বলেন, ইউরোপীয় সম্পদের উচ্চ চাহিদা রয়েছে। এরই মধ্যে ইউরোর মান ১ দশমিক শূন্য ৯ ডলারের দিকে এগিয়ে যাচ্ছে এবং ইউরোপীয় সূচক ডিএএক্স সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। বোশ্যাম্প জানান, গত বুধবারের রাতের বিতর্কে কট্টরপন্থী লু পেনের বিপরীতে মাখোঁর বিজয়ের সুবাদে বাজারে এ পরিবর্তন দেখা যাচ্ছে। সন্ত্রাসবাদ, অর্থনীতি ও ইউরোপ নিয়ে মধ্যপন্থী ম্যাক্রোন ও লু পেন বিতর্ক করেন। উত্তপ্ত টিভি বিতর্কে ফ্রান্স নিয়ে উভয় প্রার্থীর ভিন্ন দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে। ভোটে মুখোমুখি হতে যাচ্ছে ম্যাক্রোন’র উদারতাবাদ ও বাজারকেন্দ্রিক সংস্কার এবং লু পেনের ফ্রান্স ফার্স্ট জাতীয়তাবাদী আহŸান। এদিকে বৃহস্পতিবার মার্কিন স্টকেও সামান্য পরিবর্তন দেখা গেছে। বিশ্লেষকরা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্য সেবা আইন বাতিলের পরিকল্পনার ওপর হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের ভোট বিনিয়োগকারীদের মধ্যে চাঙ্গাভাব নিয়ে এসেছে। তবে সিনেটে কঠোর বিরোধিতার মুখেপড়ার সম্ভাবনার কারণে স্টকে ভোটের সামান্য প্রভাবই পড়েছে। উন্ডারলিখ সিকিউরিটিজের প্রধান বাজার কৌশলী আর্ট হোগান জানান, স্বাস্থ্যসেবা আইনের পরিবর্তন গুরুত্বপূর্ণ কিন্তু এখনো এর জন্য অনেক সময় বাকি রয়েছে। অন্যদিকে গত নভেম্বরে তেলের দর বৃদ্ধির লক্ষ্যে উৎপাদন হ্রাসে ওপেক ও রাশিয়ার সম্মতির পর তেলের দাম সর্বনিম্নে নেমে গেছে। ট্র্যাডিশন এনার্জির জিনি ম্যাকগিলিয়ান জানান, এখনো বৈশ্বিক উদ্ভাবনে উলে­খযোগ্য কোনো উন্নতি দেখা যাচ্ছে না। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ