Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোমালিয়ায়ায় জঙ্গি ভেবে মন্ত্রীকে হত্যা

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সোমালিয়ায় নিরাপত্তা রক্ষী বাহিনীর সদস্যেরা এক মন্ত্রীকে জঙ্গি ভেবে গুলি করে হত্যা করেছেন। সোমালিয়া নিরাপত্তা রক্ষী বাহিনী সূত্রে জানা গেছে, সে দেশের প্রেসিডেন্টের বাসভবনের কাছে রোড বøকের দিকে এগিয়ে আসা গাড়িটি সন্দেহজনক মনে হওয়ায় তারা গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালান। দায়িত্বরত কর্মীরা মনে করেছিলেন, গাড়িটিতে জঙ্গি রয়েছে। কিন্তু যখন তারা তাদের ভুল বুঝতে পারেন ততক্ষণে সব শেষ।
গত ফেব্রæয়ারির নির্বাচনে জয়ী হওয়ার পর প্রেসিডেন্ট ফারমাজো সবচেয়ে অল্প বয়সী মন্ত্রী হিসেবে ৩১ বছর বয়সী আবদুল্লাহি শেখ আবাস সিরাজিকে নিয়োগ করেছিলেন।
এদিকে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি সোমালিয়ার প্রেসিডেন্ট মোহামেদ আবদুল্লাহি মোহামেদ ফারমাজো। তবে তিনি তার আসন্ন ইথোপিয়া সফর বাতিল করেছেন। মোগাদিসুর মেয়রের মুখপাত্র আবদিফাতাহ ওমর হালানে বলেন, ‘ভুল করে ওই গাড়িতে গুলি চালানো হয়। এতে আবদুল্লাহি শেখ আবাস সিরাজির মৃত্যু হয়।’
এই ঘটনায় দুই সেনাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাদের ভুলবশত করা গুলিতে এর আগেও বেশ কয়েকজন সরকারি অফিসার নিহত হয়েছেন সোমালিয়ায়। এমনকি সেনারা ভুল করে অন্য সেনা কর্মীদের মেরে ফেলেছে এমন উদাহরণও আছে। এ বার সেনাকর্মীদের গুলিতে মন্ত্রীর মৃত্যু হল। সূত্র : এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জঙ্গি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ