নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : গত বছর গৌহাটি-শিলং সাউথ এশিয়ান (এসএ) গেমসে বিভিন্ন ডিসিপ্লিন থেকে চারটি স্বর্ণ, ১৫ রৌপ্য ও ৫৬টি ব্রোঞ্জপদক জিতেছিলো বাংলাদেশ। এই সংখ্যা এখন বেড়ে দাঁড়াচ্ছে। একটি ব্রোঞ্জপদক বেড়ে সংখ্যাটি দাঁড়াবে ৫৭‘তে। বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন সুত্রে গতকাল এ তথ্য জানা যায়। এসএ গেমস শেষ হওয়ার ১৪ মাস পর প্রমাণীত হলো মহিলাদের ভারোত্তোলনের ৭৫ কেজি উর্ধ্ব ওজন শ্রেণীর স্বর্ণজয়ী ভারতের সুশীলা পানোয়ার ডোপ পাপী। আন্তর্জাতিক ডোপিং পরীক্ষা কমিটির ফল বাংলাদেশ ভারোত্তলন ফেডারেশনের কর্মকর্তাদের হাতে সম্প্রতি এসে পৌঁছায়। ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ায় সুশীলার স্বর্ণপদকটি কেড়ে নেয়া হচ্ছে। আর এতেই ভাগ্য খুলে যাচ্ছে বাংলাদেশের ভারোত্তোলক জহুরা আক্তার নিশির। এই ইভেন্টে চতুর্থ হলেও এবার তিনি ব্রোঞ্জপদক পাচ্ছেন। ইভেন্টের রুপাজয়ী শ্রীলঙ্কার ইশানি কালুথানত্রি পাবেন স্বর্ণপদক। আর নেপালের তারা দেবীর ভাগ্যে জুটছে রৌপ্য। গৌহাটিতে হতাশ হলেও ব্রোঞ্জ পাওয়ার খবরে বেশ খুশী নিশা। তিনি বলেন, ‘খবরটা শুনে খুব ভালো লাগছে। বৃহস্পতিবারই খবরটা পেয়েছি। এবার পদকটি হাতে পেলে ভবিষ্যতে আরও ভালো করার উপলক্ষ্য খুঁজে পাবো। পরিশ্রম করবো দেশকে সম্মান এনে দিতে।’ তথ্যটি জেনে খুশী বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজাও। তিনি বলেন, ‘আমি শুনেছি খবরটি। ব্রোঞ্জ নিশ্চিত হওয়ার জন্য নিশাকে অভিনন্দন। আমাদের জন্যও খুশীর খবর এটা। তবে নিশার পদকটি কবে নাগাদ ঢাকায় পাঠানো হবে সে বিষয়ে এশিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (এওসি) এবং দক্ষিণ এশিয়ান গেমস কর্তৃপক্ষের সঙ্গে আমরা রোববার আলোচনা করবো। তারপরেই বলতে পারবো বিস্তারিত।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।