Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলতে বাধা নেই মেসির

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন সমর্থকদের বুকের উপর থেকে পাথর সরে যাওয়ার মতই খবর। আন্তর্জাতিক ম্যাচে নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলেছে লিওনেল মেসির। ফলে বিশ্বকাপ বাছাইয়ের বাকি ম্যাচগুলোতে খেলতে কোন বাধা রইল না আর্জেন্টিনা অধিনায়কের।
চিলির বিপক্ষ্যে ১-০ গোলে জয়র ম্যাচে রেফারির সাথে বাজে আচরণের অভিযোগে মেসিকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেয় ফিফা। বলিভিয়ার বিপক্ষে নিজেদের পরের ম্যাচ শুরু হওয়ার আগ মুহূর্তে আর্জেন্টিনা শিবিরে আসে এই খবর। ফলে সেই ম্যাচে খেলতে পারেননি মেসি। দলও বলিভিয়ার মাঠে হারে ২-০ গোলে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও শঙ্কায় পড়ে যায় আর্জেন্টিনা।
রেফারি সেদিন ম্যাচ রিপোর্টে মেসির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি। শুধু চিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের অভিযোগ ও প্রমাণ স্বরুপ ভিডিও ক্লিপ দেখে অমন কঠিন সিদ্ধান্ত নেয় ফিফা। মেসির এই নিষেধাজ্ঞা তখন মেনে নিতে পারেনি কেউই। লঘু পাপে মেসিকে গুরুদন্ড দেওয়া হয়েছে বলে অভিমত দেন ফুটবল বোদ্ধারা। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও (এএফএ) নিষেধাজ্ঞার বিপরীতে আপিল করে।
সেই আপিলের ফলই গতকাল এসেছে আর্জেন্টাইন ভক্তদের কাছে স্বস্তির পরশ হয়ে। ফিফার আপিল কমিটি মেসির শাস্তি তুলে নিয়ে এক বিবৃতিতে জানায়, মেসির বিরুদ্ধে তথ্য-প্রমাণ যথেষ্ঠ নয়। ফলে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ে, ভেনিজুয়েলা ও পেরুর বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে খেলতে আর কোন বাধা নেই মেসির।
বিশ্বকাপ বাছাইয়ে মেসি খেলেছে এমন ছয় ম্যাচের পাঁচটিতেই জেতে আর্জেন্টিনা। তাকে ছাড়া সাত ম্যাচে তাদের জয় মাত্র একটি। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে তার দলও হাবুডুবু খাচ্ছে পাঁচ নম্বরে। বিশ্বকাপে জায়গা পেতে দলে রেকর্ড ৫ বারের বর্ষসেরার গুরুত্ব এখানেই স্পষ্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ