Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

আফগান সীমান্তরক্ষীর গুলিতে ৩ পাকিস্তানি নিহত, সীমান্ত বন্ধ

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগানিস্তানের সীমান্তরক্ষীদের গুলিতে পাকিস্তানের তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। গত শুক্রবার বেলুচিস্তানের চামান এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে পাকিস্তান। স্থানীয় চামান সিভিল হাসপাতালের কর্মকর্তা ড. আখতার জানিয়েছেন, আফগান বাহিনীর গুলিতে এক নারীসহ তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
এছাড়া আহত হয়েছে আরো ১৭ জন। হতাহতরা সবাই চামানের কিল্লি ও লুকমান এলাকার বাসিন্দা। আখতার আরো জানিয়েছেন, গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য কোয়েটায় পাঠানো হয়েছে। এর আগে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, চামানে ফ্রন্টিয়ার করপসের কয়েকজন সদস্য আদমশুমারি কাজ করছে একটি দলের নিরাপত্তার দায়িত্বে ছিল।
আফগান সীমান্ত পুলিশ তাদের ওপর গুলি ছুঁড়লে এক ব্যক্তি নিহত ও ১৮ জন আহত হয়। আহতদের মধ্যে ফ্রন্টিয়ার করপসের তিন সদস্যও রয়েছে। পাক সেনাবাহিনীর গণমাধ্যম শাখা বলেছে, গত ৩০ এপ্রিল থেকে পাকিস্তান সীমান্তের ভেতরে অবস্থিত বিভক্ত কিল্লি লুকমান ও কিল্লি জাহাঙ্গির এলাকায় পরিচালিত আদমশুমারি চলাকালে আফগান সীমান্ত পুলিশ সীমান্ত ডিঙ্গিয়ে ভেতরে প্রবেশ করছে। ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ