Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবে না এক-চতুর্থাংশ ভোটার

অনলাইনে ৯৯৮ জনের মধ্যে জরিপ চালায় অডোক্সা

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : আগামীকাল (৭ মে) অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রান্সের দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে এক চতুর্থাংশ ভোটার ভোট দেবেন না বলে আভাস পাওয়া গেেেছ। এসব ভোটারের বেশিরভাগই বামপন্থী। নির্বাচনের দ্বিতীয় দফার লড়াইয়ে নিজেদের প্রার্থী না থাকায় হতাশা থেকে এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। অডোক্সার এক জরিপকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে। গত বৃহস্পতিবার অনলাইনে ৯৯৮ জন মানুষের মধ্যে জরিপটি চালায় অডোক্সা। ফরাসি রেডিও ফ্রান্স ইনফোর জন্য পরিচালিত জরিপটি প্রকাশ করা হয় গতকাল শুক্রবার। খবরে বলা হয়, অডোক্সার আভাস যদি সত্যি হয়ে থাকে তবে এটি হবে ১৯৬৫ সাল থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোটার অনুপস্থিতি। অডোক্সার জরিপের ফলাফলে দেখা যায়, নির্বাচন থেকে বিরত থাকা ভোটারদের ৬৯ শতাংশ তা করবেন অনিচ্ছা থেকে। দ্বিতীয় দফার নির্বাচনে প্রতিনিধিত্বকারী ইমানুয়েল ম্যাক্রন ও লে পেনকে প্রত্যাখ্যান করতে গিয়ে তারা ভোটদান থেকেই বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এসব ভোটারদের অনেকেই প্রথম দফার নির্বাচনে বামপন্থী প্রার্থীদের ভোট দিয়েছিলেন, যাদের কেউই দ্বিতীয় দফার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যথেষ্ট ভোট পাননি। অডোক্সার জরিপে ম্যাক্রন ও লে পেনের মধ্যকার সবশেষ বিতর্কের প্রসঙ্গও উঠে আসে। জরিপে দেখা যায়, অনেক ভোটারই মনে করছেন গত বুধবারের বিতর্কে লে পেনের চেয়ে ম্যাক্রনের বক্তব্য বেশি বিশ্বাসপূর্ণ ছিল। ফ্রান্সের নির্বাচনি ব্যবস্থা অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে যদি কোনও প্রার্থী ৫০ শতাংশ ভোট অর্জন করতে ব্যর্থ হন, তাহলে দ্বিতীয় ধাপের নির্বাচনে অংশ নেন শীর্ষ দুই প্রার্থী। ২৩ এপ্রিল অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে ম্যাক্রন পেয়েছেন ২৩.৭৫ শতাংশ ভোট। লা পেন পেয়েছেন ২১.৫৩ শতাংশ। তারাই দ্বিতীয় ধাপে লড়াইয়ের জন্য মনোনীত হন। আগামী ৭ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় দফার ভোট। সা¤প্রতিক দুটি জরিপেই ম্যাক্রনের জয়ের আভাস দেওয়া হয়েছে। সবশেষ, বিএফএম টিভি ও এল’এক্সপ্রেস ম্যাগাজিনের জরিপে দেখা গেছে, নির্বাচনে ৬২ শতাংশ ভোট পেয়ে জয়ী হতে যাচ্ছেন ম্যাক্রন। আর তার প্রতিদ্বন্দ্বী উগ্র-ডানপন্থী ন্যাশনাল ফ্রন্ট পার্টির মেরিন লে পেন পাচ্ছেন ৩৮ শতাংশ ভোট। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ