Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিরিয়ায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় ত্রিদেশীয় চুক্তি

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রধান তিন মধ্যস্থতাকারী দেশ ইরান, রাশিয়া ও তুরস্ক। কাজাখস্তানের রাজধানী আস্তানায় সিরিয়া বিষয়ক চতুর্থ দফা শান্তি আলোচনা শেষে বৃহস্পতিবার এ চুক্তি স্বাক্ষরিত হয়। উল্লেখ্য যে, গত বুধবার সিরিয়ার উত্তর, মধ্য ও দক্ষিণের চারটি অঞ্চলে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দেয় রাশিয়া। এসব অঞ্চলে সিরিয়ার সরকারি সেনা ও বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। প্রস্তাবে অবিলম্বে এসব সংঘর্ষ বন্ধ করে শরণার্থীদেরকে তাদের ঘরবাড়িতে ফিরে আসার নিরাপদ সুযোগ করে দেওয়ার আহ্বান জানানো হয়। গত বৃহস্পতিবার নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার চুক্তি সই হওয়ার পর বিদ্রোহীদের প্রতিনিধিরা প্রস্তাবটির বিরোধিতা করে সম্মেলনকক্ষ ত্যাগ করেন। বিদ্রোহী নেতা ওসামা আবু যাইদ দাবি করেন, নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা হলে সিরিয়ার ভৌগোলিক অখন্ডতা হুমকির মুখে পড়বে । তাই তারা এটি মেনে নেবেন না। জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিফেন ডি মিস্তুরা সিরিয়ায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার বিষয়টিকে স্বাগত জানিয়ে বলেছেন, দেশটির সংঘাত নিরসনের লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক পদক্ষেপ। জাতিসংঘের মহাসচিব অ্যান্টেনিও গুতেরেস এর আগে বলেছিলেন, নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাবে তিনি উৎসাহিত বোধ করছেন। তবে এটি যেন সিরিয়ার বাসিন্দাদের জীবনের মানোন্নয়নের জন্য সে ব্যাপারে তিনি সতর্ক থাকার আহŸান জানিয়েছেন। দু’দিনের বৈঠক শেষে কাজাখ পররাষ্ট্রমন্ত্রী কাইরাত আবদ্রাখামানভ জানিয়েছেন, সিরিয়া বিষয়ক পঞ্চম আস্তানা বৈঠক মধ্য-জুলাইয়ে অনুষ্ঠিত হবে। বিবিসি,রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ