Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘পরমাণু যুদ্ধও হতে পারে’

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাশ্মির সমস্যা দ্রুত সমাধান না হলে পারমাণবিক যুদ্ধও হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হুররিয়াত কনফারেন্স নেতা ও জম্মু-কাশ্মির পিপলস লীগের চেয়ারম্যান মুখতার আহমদ ওয়াজা। তিনি বলেন, গোটা উপমহাদেশ বিধ্বংসী যুদ্ধের মুখোমুখি হওয়ার আগেই কাশ্মির সমস্যা সমাধান হওয়া প্রয়োজন। মুখতার আহমদ বলেন, ১৯৪৭ সাল থেকে ভারত কাশ্মিরকে অবৈধভাবে দখল করে আছে। কিন্তু ইতিহাস সাক্ষী কাশ্মিরি জনতা কখনো ভারতের অস্তিত্বকে স্বীকার করেনি। এখন সময় এসেছে, ভারত সরকার এবং তার সহযোগী দলকে কাশ্মির পরিস্থিতি বিবেচনা করে এর সমাধান খোঁজার জন্য পদক্ষেপ নেয়ার। শক্তি প্রয়োগ করে মানুষের অধিকারকে গুঁড়িয়ে দেয়ার চেষ্টা করা উচিত নয়। তিনি বলেন, কাশ্মির সমস্যা সমাধান তখনই হতে পারে যখন ভারত-পাকিস্তান এবং কাশ্মিরি জনতা সংলাপের জন্য এক টেবিলে বসবে এবং এজন্য বিশেষ এক উন্নত পরিবেশ থাকা প্রয়োজন। কাশ্মির ইস্যু সমাধানের ওপরেই গোটা উপমহাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা আসতে পারে বলে মন্তব্য করেন তিনি। কাশ্মিরে চলমান ছাত্র-ছাত্রী বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, যুব স¤প্রদায় স্বেচ্ছায় সড়কে নেমে এসেছে, তাদেরকে কেউ উসকানি দিচ্ছে না। মুখতার আহমদ বলেন, যারা কাশ্মিরের আজাদি’র জন্য জীবন দিয়েছে তাদের কাছে আমরা ঋণী। তাদের মিশন পূর্ণ করার জন্য আমরা উদ্যম এবং সততার সঙ্গে যুক্ত হয়েছি। তিনি বলেন, যে ভারতীয় প্রধানমন্ত্রীই কাশ্মির ইস্যু সমাধান করবেন তাকে কাশ্মিরবাসী সবসময় মনে রাখবে। মুখতার আহমদ আরো বলেন, ভারত যদি সত্যিই বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ হয় তাহলে কাশ্মিরিদের দাবি মেনে নিয়ে তার প্রমাণ দেয়া উচিত। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ