মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : গত বছর ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত হয় অলিম্পিক গেমস। আয়োজনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় পুরো দেশ। কিন্তু তারপরও শঙ্কা কাটেনি। সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী সন্দেহে আটক হন ৮ জন। এখন অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেয়া হয়েছে তাদের। দেশটির নতুন সন্ত্রাসবিরোধী আইন অনুসারে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেন আদালত। এর মধ্যে চক্রের দলনেতা লিওনিদ এল কাদরি ডি মেলোকে ১৫ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। বাকিদের ৫ থেকে ৬ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্তরা সবাই ব্রাজিলের নাগরিক। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন তারা। আদালতের রায়ে বলা হয়েছে, দন্ডপ্রাপ্তরা জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) মতাদর্শে বিশ্বাসী। তবে আইএসের সঙ্গে তাদের সরাসরি কোনো সংশ্লিষ্টতা ছিল না। মধ্যপ্রাচ্যের আইএস জঙ্গিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন তারা। একইসঙ্গে অনলাইনে আইএসের মতাদর্শ বিস্তারে ভূমিকা রাখছিলেন। বোমা বানানোর ভিডিও শেয়ার দিয়েছিলেন। অস্ত্র কেনার জন্য অর্থ জোগারের চেষ্টায় ছিলেন। এ চক্রটির কর্মকান্ড প্রথম নজরে আসে মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের। সংস্থাটির পক্ষ থেকে ব্রাজিল সরকারকে সতর্ক করা হলে অভিযানে নামে দেশটির পুলিশ। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।