মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিভিন্ন ধর্মের নেতাদের মূলধারার রাজনীতিতে আরো সক্রিয় হওয়ার সুযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশ জারি করেছেন তিনি। হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ন্যাশনাল ডে অব প্রেয়ারের আয়োজনে অংশ নিয়ে তিনি এ আদেশে স্বাক্ষর করেন। প্রমোটিং ফ্রি স্পিচ অ্যান্ড রিলিজিয়াস লিবার্টি শীর্ষক এ আদেশে বলা হয়েছে, এখন থেকে চার্চসহ যুক্তরাষ্ট্রের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো রাজনীতিতে আরো বেশি বেশি অবদান রাখার সুযোগ পাবে। রাজনীতিতে সক্রিয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে করমুক্ত সুবিধা দেয়া হবে। মার্কিন ধর্মীয় নেতারা রাজনৈতিক প্রার্থীকে সমর্থন কিংবা বিরোধিতা করতে না পারলেও তারা স্বাধীনভাবে রাজনৈতিক বিষয়ে নিজেদের মতামত দিতে পারবেন। গত শতকের পঞ্চশের দশকে প্রবর্তিত জনসন অ্যামেন্ডমেন্ট-এর আওতায় রাজনৈতিক বিষয়ে চার্চসহ ধর্মীয় প্রতিষ্ঠানের মতামত দেয়ার রীতি বন্ধ করা হয়। তবে রাজনীতির কিছু কিছু বিষয়ে এসব প্রতিষ্ঠান পরামর্শ দিতে পারতো। নির্বাচনী প্রচারণার সময় থেকেই জনসন সংশোধনীর বিধান শিথিল করার কথা বলে আসছেন ট্রাম্প। এবার প্রতিশ্রæতি পূরণে নির্বাহী আদেশ জারি করলেন। আদেশ জারি করে ট্রাম্প বলেন, আমরা ফের চার্চের পুরনো কণ্ঠস্বর ও অবস্থান ফিরিয়ে দিয়েছি। আমাদের দেশের ইতিহাসে বিশ্বাসের জায়গাটি বেশ গভীর। তাই আমরা কখনো ধর্মীয় বৈষম্যকে সমর্থন করব না। এ ব্যাপারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, স্রষ্টা ও মার্কিন জনগণের ওপর প্রেসিডেন্ট ট্রাম্পের দৃঢ় বিশ্বাস আছে। এ আদেশ যুক্তরাষ্ট্রে প্রার্থনার গুরুত্বকে আরো জোরালো করবে। খ্রিস্টান ধর্মীয় নেতা রাসেল মোর বলেন, এর আগে ধর্মীয় স্বাধীনতা নিয়ে শুধু কথাই হয়েছে। এবার স্বাধীনতা প্রয়োগের পথ দিকনির্দেশনা পেল। সিএনএন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।