মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রথম নিউইয়র্কে ফিরে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। হাজার হাজার মানুষের ট্রাম্প বিরোধী বিক্ষোভের মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্টের গাড়ি বহর নিউ ইয়র্কে বিমানবাহী রণতরি ইন্ট্রিপিডে পৌঁছায়। যুক্তরাষ্ট্র সফররত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকমের সঙ্গে বৈঠকের জন্য ওই এলাকা সফরে যান ট্রাম্প। ইন্ট্রিপিড সাগর এবং মহাকাশ যাদুঘর এলাকায় ব্যাপকভাবে সমবেত হয়েছিল বিক্ষোভকারীরা। এ ছাড়া, ট্রাম্পের আবাসিক ভবন ও বাণিজ্য কেন্দ্র ট্রাম্প টাওয়ারের কাছেও বিক্ষোভ হয়েছে। ‘আমাদের প্রেসিডেন্ট নয়,’ ‘ট্রাম্পকে নাকচ করো,’ এবং ‘যুক্তরাষ্ট্রকে আবার মুক্ত চিন্তা করতে দাও’ বলে শ্লোগান দেয়া বিক্ষোভকারীরা। অভিবাসন থেকে স্বাস্থ্যসেবা পর্যন্ত ট্রাম্পের গৃহীত সব নীতিকে চ্যালেঞ্জ করেন বিক্ষোভকারীরা। ওবামাকেয়ার নামে পরিচিত স্বাস্থ্যসেবা বিল খুবই অল্প ভোটের ব্যবধানে বাতিল করার পরই এ বিক্ষোভ হলো। এ বিল বাতিল করতে সক্ষম হওয়ার পর প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের নিয়ে তা উদযাপন করেছিল হোয়াইট হাউজ। কিন্তু এর কয়েক ঘণ্টা পরেই নিউ ইয়র্কে ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়। সিবিএস নিউজ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।