Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেন্ট্রাল কোরিয়ান নিউজ এজেন্সি’র হুমকি

| প্রকাশের সময় : ৬ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে হরহামেশা হুমকি দিয়ে আসলেও উত্তর কোরিয়া চীনের বিরুদ্ধে শক্ত কথা বলার নজির নেই বললেই চলে। কিন্তু এবার সরসারি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মুখ থেকে উচ্চারিত না হলেও হুমকি এসেছে তাদের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সেন্ট্রাল কোরিয়ান নিউজ এজেন্সি (কেসিএনএ) থেকে। সংবাদসংস্থাটি উত্তর কোরিয়ার মুখপাত্র হিসেবে কাজ করে। কেসিএনএর এক মতামতে বলা হয়েছে, নিজের নিরাপত্তার জন্য উত্তর কোরিয়ার কাছে কৃতজ্ঞ থাকা উচিত চীনের। সতর্ক করে বলা হয়েছে, চীন যদি আবার তাদের ধৈর্য্যের পরীক্ষা নেয়, তাহলে ভয়াবহ ফল ভোগ করতে হবে। উত্তর কোরিয়ার প্রধান মিত্র ও প্রধান কূটনৈতিক সমর্থক চীনকে এমন হুঁশিয়ারি দেওয়ার পর চীনা গণমাধ্যমে এর জবাব দেওয়া হয়েছে। দেশটির গেøাবাল টাইমস পত্রিকায় বলা হয়েছে, পরমাণু অস্ত্রধর উত্তর কোরিয়া তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কিছু ভ্রান্ত যুক্তির ফাঁদে পড়েছে। কোরীয় যুদ্ধের সময় থেকে উত্তর কোরিয়া ও চীনের সঙ্গে গভীর বন্ধুত্ব রয়েছে। ব্যবসা ও সহযোগিতা সব দিক থেকে দেশটির প্রধান বন্ধু চীন। স¤প্রতি তাদের পরমাণু কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র যখন হামলার হুমকি দিচ্ছে, তখনও চীন প্রত্যক্ষ-পরোক্ষভাবে তাদের সাহায্য করে যাচ্ছে। কিন্তু এই পরমাণু কার্যক্রম নিয়েই উত্তর কোরিয়ার ওপর পুরোপুরি খুশি নয় চীনও। দুই দেশের মধ্যে এ বিষয়ে মতবিরোধ রয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন পাঁচ বছর হলো ক্ষমতায় এসেছেন। কিন্তু এখনো বেইজিং সফর করেননি তিনি। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ