Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনূর্ধ্ব-১৮ ফুটবলে সেরা বিকেএসপি

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ওয়ালটন অনুর্ধ্ব-১৮ ফুটবল চ্যাম্পিয়নশিপে সেরার খেতাব জিতেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে বিকেএসপি টাইব্রেকারে ৪-২ গোলে ঢাকা জেলাকে হারিয়ে শিরোপা ঘরে তুলে। নির্ধারিত সময়ের ৫৩ মিনিটে মোহাম্মদ রায়হানের হেডের গোলে ঢাকা এগিয়ে গেলে ৬৮ মিনিটে জয়নাল আবেদিন দিপুর গোলে সমতায় ফেরে বিকেএসপি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে অমিমাংসিত থাকায় টাইব্রেকারে ফলাফল নির্ধারণ হয়। টাইব্রেকারে বিকেএসপির পক্ষে ফাহিম মোর্শেদ, মেরাজুল ইসলাম ইরফান, জয়নাল আবেদিন দিপু ও মেরাজ হোসেন অপি গোল করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ