Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাশরাফিদের বুকে থাকছে রবি’ই

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আবারো বাংলাদেশ ক্রিকেট দলের টাইটেল স্পন্সর হলো রবি। টানা দ্বিতীয়বারের মতো বিসিবি(বাংলাদেশ ক্রিকেট বোর্ড) এর সাথে চুক্তি করলো রবি। নতুনভাবে বাংলাদেশ ক্রিকেট দলের সাথে যুক্ত হবার আগেও টাইগারদের টাইটেল স্পন্সর ছিলো তারা। বাংলাদেশের প্রসিদ্ধ কিছু কর্পোরেট হাউজকে টেক্কা দিয়ে মাশরাফি, সাকিব, মুশফিকদের জার্সিতে নিজেদের ব্র্যান্ডিং করার গৌরব নিজেদের করে নিলো এই মুঠফোন সেবাদাতা প্রতিষ্ঠান।

রবি’র সাথে বিসিবি’র পুরাতন চুক্তি শেষ হচ্ছে ৩১শে মে। তাই পহেলা জুন থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাশরাফি বাহিনীর জার্সিতে রবি নাম লেখানোর সুযোগ পাবে নতুন চুক্তির জন্যে।
আজ বিকেল চারটায় টাইটেল স্পন্সরশিপের টেন্ডার জমা দেবার ডেডলাইন ছিলো। বাংলাদেশ দলের টিম স্পন্সরশিপ স্বত্ব কেনার আগ্রহ দেখিছিলো রবি ছাড়াও প্রাণ গ্রæপ, গ্রামীণফোন, বিকাশ, মেঘনা গ্রæপের ফ্রেশ। বিসিবি আর্থিক শর্ত বিবেচনা না করাতে গ্রামীণফোন, বিকাশ ও মেঘনা গ্রæপের ফ্রেশ আগেই বাদ পড়ে। দৌড়ে থাকা প্রাণ গ্রæপকে পেছনে ফেলে আবারো বাংলাদেশ দলের টাইটেল স্পন্সর হয় রবি।
বিসিবি নিলামের ভিত্তি মূল্য নির্ধারণ করেছিলো ৬০ কোটি টাকা। রবি কত টাকা খরচ করছে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি। তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে টাকার অংকটা ৬৪ কোটি টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ