নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং ইংল্যান্ডে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বর্তমানে ইংল্যান্ডের সাক্সেসে ১০ দিনের ক্যাম্প করছে বাংলাদেশ ক্রিকেট দল। এই ক্যাম্পে ২টি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। প্রথম প্রস্তুতি ম্যাচে বৃষ্টির কারণে পরিত্যাক্ত হলেও ব্যাটিং অনুশীলনটা ভালোই করেছিলো মুশফিকের দল। ক্যাম্পের শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে আজ শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল, প্রতিপক্ষ এবার সাক্সেস।
এই ম্যাচ শেষে ৭’ই মে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিবে বাংলাদেশ দল। ত্রিদেশীয় সিরিজ শুরু হওয়ার পূর্বে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১২’ই মে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ।
১৭’ই মে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৯ মে আবারো স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মাশরাফিরা। ২৪ মে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেরদের চতুর্থ এবং শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজ শেষে ২৫ মে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিবে টাইগাররা।
এদিকে, সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরে অংশ নেওয়ার পর দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। আইপিএল পর্ব শেষ করে গেলপরশু বিকাল ৫ টায় ঢাকায় ফেরেন জাতীয় দলের তরুণ বাঁ-হাতি এ পেসার।
গত আসরে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মুস্তাফিজ। ঐবার ১৬ উইকেট নিয়ে প্রথম বিদেশী ক্রিকেটার হিসেবে ইমার্জিং ক্রিকেটারের পুরস্কারও জিতে নেন এ প্রতিভাবান পেসার। তবে এবার সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন তিনি।
ইঞ্জুরি কাটিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরা মুস্তাফিজুর রহমান চলমান ভিভো আইপিএলের ২০১৭ আসরে মাঠে নামার সুযোগ পেয়েছেন কেবল এক ম্যাচে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলা সেই ম্যাচে ২.৫ ওভার বল করে ৩৪ রান দেন মুস্তাফিজ। খরুচে বোলিংয়ের পাশাপাশি উইকেটহীন থাকায় শেষ পর্যন্ত কপাল পুড়ে কাটার-মাস্টারের। এরপর সানরাইজার্স হায়দরাবাদের মূল একাদশে আর সুযোগ মিলেনি তার।
আইপিএলে হতাশার এক মৌসুম শেষে দেশে ফিরে বিশ্রামে থাকা হচ্ছে না মুস্তাফিজের। কেননা জাতীয় দলের সাথে যোগ দিতে শুক্রবার তাঁকে উড়াল দিতে হচ্ছে ইংল্যান্ডের উদ্দেশ্য। জানা গেছে মুস্তাফিজের সাথে ইংল্যান্ড যাওয়ার যাত্রায় সামিল হবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মুর্তজা।
ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, সাঞ্জামুল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, শুভাশিষ রায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।