Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শেষ আটে ঢাকা ও সেনাবাহিনী

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এটিএন বাংলা জাতীয় হকি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ আটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও ঢাকা জেলা। তিন নং গ্রæপ থেকে চ্যাম্পিয়ন হয়ে তারা কোয়ার্টারে নাম লেখালো। অন্যদিকে চার নং গ্রæপ থেকে সেরা হয়ে কোয়ার্টারে আসলো ঢাকা। এর আগে দুই ও সাত নং গ্রæপ থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী।
আজ থেকে শুরু হবে এক ও পাঁচ নং গ্রæপের খেলা। গতকাল গ্রæপ পর্বের শেষ ও দিনের চতুর্থ ম্যাচে সেনাবাহিনীর গোল বন্যায় ভাসলো রংপুর জেলা। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সেনাবাহিনী ৩৩-০ গোলে হারায় রংপুরকে। বিজয়ী দলের মিলন হোসেন হ্যাটট্রিকসহ ১৩ গোল করেন। এছাড়া নাঈম উদ্দিন ৭, হাসান যুবায়ের ৪, আব্দুল মালেক ৩, রোকনুজ্জামান ২ এবং রেজাউল করিম, আহসান হাবিব, শফিকুল ইসলাম ও আবু সালাম ১টি করে গোল করেন। দিনের প্রথম ম্যাচে রাজশাহী ২১-০ গোলে হারায় বরিশালকে। বিজয়ী দলের লালন ৫, মাসুদ পারভেজ ৩, তাহের আলী, আহসান হাবিব, রুবেল, হাসিন ও বাপ্পি ২টি করে এবং লেমন, আকিব জাভেদ ও হৃদয় শেখ একটি করে গোল করেন। দ্বিতীয় ম্যাচ সিলেট ৯-১ গোলের জয় পায় ঝিনাইদহের বিপক্ষে। বিজয়ী দলের রিমন হ্যাটট্রিকসহ ৬ ও মামুন ৩ গোল করে। ঝিনাইদহের বায়েজিদ এক গোল শোধ দেন। একই ভেন্যুতে দিনের তৃতীয় ম্যাচে ঢাকা ৭-২ গোলে হারায় দিনাজপুরকে। ঢাকার মাহবুব ৩, মাকসুদ হাবুল ২ এবং রাব্বি ও ইকবাল একটি করে গোল করেন। দিনাজপুরের ইরফান ও তানজিম দু’গোল শোধ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ