Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুরে নববধু খুন আদালতে মামলা : শ্বশুরবাড়ির লোকজন পলাতক

প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : বিয়ে হওয়ার  মাত্র ৫ দিন পর যৌতুকের দাবীতে উন্নতী ম-ল নামে (২৫) এক গৃহবধুর নিহতের ঘটনায় রাজৈর থানায়  ৪দিনে মামলা  রুজু না হওয়ায়  গতকাল বৃহস্পতিবার আদালতে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। নিহতের পিতা বিশ্বনাথ ম-ল বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আদালতে তার মেয়েকে ৫লাখ টাকার যৌতুকের দাবীতে নির্যাতন করে হত্যা করা হয়েছে অভিযোগ করে ৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার আলামত গোপনের চেস্টায় রাজৈর থানার পুলিশের ২ এসআই অলক চন্দ্র হালদার, অমল কুমার রায় ও সদর হাসপাতালের ময়নাতদন্তকারী ডাক্তারকে জড়ানো হয়েছে। এই ঘটনার পর থেকে নিহতের শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে। নারী ও শিশু আদালতের বিচারক মামলার ঘটনা তদন্তপূর্বক ব্যবস্থা নেয়ার জন্য ওসি রাজৈরকে  আদেশ দিয়েছেন।
রাজৈর থানার ওসি আনোয়ার হোসেন ভূইয়া বলেন, আদালতের নির্দেশ পেলে আইনানুগ ব্যবস্থা নিবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাদারীপুরে নববধু খুন আদালতে মামলা : শ্বশুরবাড়ির লোকজন পলাতক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ