Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই ভারতীয় জওয়ানের শিরচ্ছেদে ঘটনা পাক-ভারত উত্তেজনা

| প্রকাশের সময় : ৫ মে, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দুই ভারতীয় জওয়ানের শিরñেদের ঘটনাকে কেন্দ্র করে পাক-ভারতের মধ্যে উত্তেজনা ফের তুঙ্গে উঠেছে। হত্যা-পাল্টা হামলায় কাশ্মীর সীমান্ত ফের অশান্ত হয়ে উঠেছে। পরস্পরকে দোষারোপ করা হচ্ছে। কাশ্মীর সীমান্তে দুই ভারতীয় জওয়ানের শিরচ্ছেদের জন্য পাক সেনাকে দোষারোপ করছে ভারত। এজন্য পাক হাইকমিশনার আব্দুল বসিতকে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে দিল্লি। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে এই হামলা-সহ কাশ্মীরের সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এঘটনায় পাক সেনার জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছে ইসলামবাদ। খবরে বলা হয়, রক্তের রেখা চলে গিয়েছে পাক অধিকৃত কাশ্মীরের দিকে। সেই রক্তের দাগ আর নিহত দুই ভারতীয় জওয়ানের রক্তের নমুনা পরীক্ষার পর আঙুলটা যে পাক সেনার দিকেই উঠছে, পাক হাইকমিশনার আব্দুল বসিতকে ডেকে তা সাফ জানিয়ে দিল ভারত। কাশ্মীরের কৃষ্ণা ঘাটি সেক্টরে দু’দিন আগে নিহত দুই জওয়ানেরই দেহ ছিল মস্তকহীন। সেনা সূত্রের বক্তব্য, নিয়ন্ত্রণরেখা পেরিয়ে চলে যাওয়া রক্তের ফোঁটা দেখে মনে হচ্ছে, কিছু না কিছু থেকে তা চুঁইয়ে পড়েছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির বক্তব্য, এতে পাক সেনার সক্রিয় ভূমিকা রয়েছে। গুলি ছুড়ে হামলাকারীদের কভার দিচ্ছিল তারা। পাক সেনার মদত না থাকলে এভাবে হামলা চালিয়ে পালানো অসম্ভব। এর আগে ভারতীয় সেনার নর্দার্ন কম্যান্ড বলেছিল, নেপথ্যে পাক সেনার মদত থাকলেও ওই হামলা চালিয়েছে লস্কর জঙ্গিরা। কিন্তু আজ সরাসরি পাক সেনাকেই দুষেছে দিল্লি। এনডিটিভি, হিন্দু,ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ