Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিজয়নগরে রেলের কুলিকে পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক শ্রমিককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এলাস মিয়া (৪২) উপজেলার কামালমোড়া গ্রামের আবেদ মিয়ার ছেলে। এ ঘটনায় নিহত এলাস মিয়ার ভাই সাঈদ মিয়া (২৫) গুরুতর আহত হয়েছেন। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাঈন উদ্দিন জানান, দুপুরে উপজেলার মুকুন্দপুর রেলস্টেশনে সিলেট থেকে ছেড়ে আসা ডেমু ট্রেন থেকে ডাব নামানোর সময় ট্রেনের জাকির মিয়ার শরীরে ধাক্কা লাগে। একে কেন্দ্র করে ওই ডাব ব্যবসায়ী ও জাকির মিয়ার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে তাদের ঝগড়ায় বাধা প্রদান করে রেলওয়ে শ্রমিক (কুলি) এলাস মিয়া। তখন এলাস মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জাকির মোবাইল ফোনে তার গ্রাম সেজামুড়া থেকে কয়েকজনকে ডেকে এনে এলাস ও তার ভাই সাঈদকে বেধরক মারধর করেন। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক এলাসকে মৃত ঘোষণা করেন। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রেলওয়ে এলাকা হওয়ায় সেখানকার পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নেবেন।




 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিজয়নগরে রেলের কুলিকে পিটিয়ে হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ