বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মহসিন রাজু , বগুড়া থেকে : বগুড়া সদরের ধাওয়া কোলা পল্লীর হিন্দু অধ্যুষিত কর্মকার পাড়া ও দাস পাড়ার হিন্দু সম্প্রদায় সহ একই এলাকার মুসলিম সহ নারী/পুরুষ নির্বিশেষে সব বয়সী লোকজনই নিজেদের স্ত্রীদের অসহায় ভাবে ফেলে গোপনে ভারতে চলে যাওয়া রাজ্য ও বাবলু কর্মকার ভ্রাতৃদ্বয়কে স্বপরিবারে আবারো ফিরিয়ে আনার দাবী জানিয়েছে। গত বুধবার দুপুরে কয়েকজন মিডিয়া কর্মী সরেজমিনে রাজ্য কর্মকার ও তার ভাই বাবলু কর্মকার কেন তাদের স্ত্রীদের অসহায় ভাবে ফেলে রেখে নিজেদের বাড়ীঘর দোকান পাট বিক্রি করে ভারতে পাড়ি জমালো সে বিষয়ে খোঁজ খবর নিতে গেলে গ্রামবাসীরা তাদেরকে সরকারি উদ্যোগে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবী জানিয়েছে । যাওয়ার সময় রাজ্য কর্মকার তার স্ত্রী দিপালী এবং বাবলু তার স্ত্রী তপতীকে একেবারে অসহায় অবস্থায় ফেলে চলে গেল সেটা কিছুতেই তারা বুঝে উঠতে পারছেন না।
কথাবার্তা চলাকালে রিপন দাস নামে এক ব্যক্তি জানায়, রাজ্য কর্মকার ও তার পরিবার তার পুর্ব পরিচিত। কিছু দিন আগে ৬ লাখ টাকায় কর্মকার পাড়ায় যখন তাদের পৈতৃক বাড়িটি বিক্রি করে দাস পাড়ায় তার মালিকানাধীন বাড়ি ভাড়া নিতে চায় তখনই সে অবাক হয়ে জানতে চায় কেন নিজের বসত বাড়ি বিক্রি করে বাড়ি ভাড়া নিচ্ছে? জবাবে ব্যবসা বাড়াবার যুক্তি খাড়া করে তারা। এরপর মহাস্থান এলাকায় তাদের মালিকানাধীন দোকান বিক্রি করে দিলেও বিষয়টি গ্রামবাসির কাছে গোপন রাখে তারা। এক পর্যায়ে ২৫ ফেব্রুয়ারি রাজ্য কর্মকারের বাবা কালিপদ কর্মকার মা কৃষ্ণা
রানী দীপালীর রাজ্য ও দীপালী দম্পতির ৪ বছর বয়সী ছোট মেয়ে টুসু এবং রাজ্য এর ছোটভাই বাবলু ও তপতী দম্পতির একমাত্র কন্যা রিংকি (৬) কে নিয়ে পাশের গ্রামে হরিবাসর অনুষ্ঠানে চলে যায়। ২৬ ফেব্রুয়ারী রাজ্য কর্মকার নিজের নিজের বড় মেয়ে পিংকি (৮) নিয়ে শহর থেকে দই মিস্টি নিয়ে আসার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি। এক পর্যায়ে মোবাইল ফোনে রাজ্য ও তার মা কৃষœা রানী তপতী ও দীপালীকে জানিয়ে দেয় তারা গোপনে ভারতের শিলিগুড়িতে চলে গেছে। সেখানেই তারা সেটেল্ড হবে।
এ খবরে মাথায় আকাশ ভেঙ্গে পড়ে তপতী ও দীপালীর। এক পর্যায়ে সংবাদ সম্মেলনে দীপালী ও তপতী তাদের স্বামীদের পুনরায় দেশে ফিরিয়ে আনার দাবী জানালে শুরু হয় চারিদিকে তোলপাড়। ধাওয়াকোলার হিন্দু অধ্যুষিত কর্মকার ও দাস পাড়ায় বসবাস কারি ৭/৮ শ’ হিন্দু পরিবারের সদস্যদের মধ্যে সৃষ্টি হয় যুগপৎ ক্ষোভ ও উদ্বেগ। ঘটনার ৩দিন পর ভারতে পালানো রাজ্য কর্মকারের স্ত্রী দীপালী ট্ঙ্গাাইলের সখিপুরে তার বাবার বাড়ি এবং তপতী ও সিরাজগঞ্জের চান্দাইকোনা পাবনা বাজারে অবস্থিত পিতার বাড়িতে চলে গেছে। গতকাল তপতীর ঘরে গিয়ে দেখা গেছে ২৬ তারিখে রান্না করা খাবার পচে নষ্ট হয়ে গেছে । ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে আছে আসবাব পত্র ।
দীপালীর বাড়িতে যোগাযোগ করে জানা গেছে তারা একটি সুত্রে নিশ্চিত হয়েছে রাজ্য কর্মকার স্বপরিবারে শিলিগুড়ির রাঙ্গা পানি পল্লীতে অবস্থান নিয়েছে । সেখান থেকে কিভাবে তাদের ফিরিয়ে আনা যায় সে বিষয়টি তারা আইনজীবীর সাথে পরামর্শ করে পরবর্তি পদক্ষেপ নিবেন । এছাড়াও ধাওয়া কোলা গ্রামবাসিরাও বিবেকের তাড়নায় রাজ্য ও বাবলু কর্মকারকে ভারত থেকে ফিরিয়ে আনার দাবীতে মানব বন্ধন কর্মসুচি পালন করবে বলে জানিয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।