বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফেনী জেলা সংবাদদাতা : ফেনীর সোনাগাজী উপজেলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সোনাগাজী মডেল থানার ওসির প্রত্যাহার চেয়ে গতকাল বিকাল ৪টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক অবরোধ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৩ মার্চ দুপুরে উপজেলার মঙ্গলকান্দী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মীর এমরানকে ৩ মামলায় গ্রেফতার করে পুলিশ।
মুহূর্তেই এ খবর ছড়িয়ে পড়লে নেতাকর্মীরা সংগঠিত হতে থাকে। উপজেলা ছাত্রলীগ নেতা রবিনের নেতৃত্বে কয়েকজন সোনাগাজী থানার ওসি হুমায়ুন কবিরের সাথে দেখা করে এমরানকে ছাড়িয়ে নিতে চায়। কিন্তু তার বিরুদ্ধে ২টি অস্ত্র মামলা এবং ১টি মারামারির মামলা থাকায় ওসি কিছুতেই তাকে ছেড়ে দিতে রাজি হয়নি। ফলে নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে মীর এমরানের মুক্তি এবং ওসির প্রত্যাহার দাবীতে সোনাগাজী বাজারের জিরো পয়েন্ট, ফেনী-সোনাগাজী সড়কের মতিগঞ্জ এবং ডাক বাংলাতে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে রাখে। এ সময় নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করতে দেখা গেছে। তারা এমরানকে মুক্তি এবং ওসির প্রত্যাহারের পূর্ব পর্যন্ত অবরোধ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা কয়েকটি সিএনজি ভাঙচুর করেছে বলে জানা গেছে। এ বিষয়ে জানতে সোনাগাজী মডেল থানার ওসির কাছে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।