Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যানসহ ৮ জন নির্বাচিত

প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, খুলনা : খুলনার ৬৭টি ইউনিয়নের ৩১৩ জন চেয়ারম্যান, ২ হাজার ৬৩০ জন সদস্য এবং ৭৭৪ জন সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল বৃহস্পতিবার প্রতীক বরাদ্দ পেয়ে তারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন। এদিকে, একজন চেয়ারম্যানসহ খুলনায় ৮জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন তেরখাদার সদর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী এসএম অহিদুজ্জামান, তেরখাদার ৪নং ওয়ার্ডের সদস্য ইদু বিশ্বাস, ৫নং ওয়ার্ডের সদস্য আরিফুজ্জামান, ছাগলাদহ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কাজী আশরাফ আলী, সাচিয়াদহ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রিকু বালা, ৮নং ওয়ার্ডে মোঃ জাকির শেখ ও ৯নং ওয়ার্ডেও সোহাগ শেখ; রূপসার টিএস বাহিরদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডেও বিনয়ী কৃষ্ণ হালদার ও ৮নং ওয়ার্ডেরর মঈন উদ্দিন।
খুলনা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জানান, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নির্ধারিত ‘চ’ ফরমে জানিয়ে দেয়া হয়েছে। ২২নং মার্চ নির্বাচনের ফলাফলের সাথে তাদেরকেও বেসরকারিভাবে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। উল্লেখ্য, প্রথম দফায় ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ মার্চ খুলনার ৬৭টি এবং বিভাগের ২৫২টিসহ সারাদেশের ৭৩৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খুলনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যানসহ ৮ জন নির্বাচিত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ